কনটেন্ট মনিটাইজেশন পলিসি কি - কন্টেন্ট মনিটাইজেশন আবেদন
বর্তমান সময়ে ফেসবুকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। যে
পলিসির মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয়
করতে পারেন। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ সকল
তথ্য জেনে নেওয়া যাক।
কনটেন্ট মনিটাইজেশন পলিসি হলো এমন একটি পলিসি, যারা আওতায় ফেসবুকের নিয়ম মেনে
বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট, ছবি, স্টরি, রিলস্ ভিডিও ও লং ভিডিও আপলোড করে
টাকা ইনকাম একটি পদ্ধতি। এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই আর্টিকেলে
তুলে ধরা হলো।
পোস্ট সূচিপত্রঃ কনটেন্ট মনিটাইজেশন পলিসি কি - কন্টেন্ট মনিটাইজেশন আবেদন
- কনটেন্ট মনিটাইজেশন পলিসি কি
- কন্টেন্ট মনিটাইজেশন আবেদন
- কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন
- কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে কাজ করে
- কনটেন্ট মনিটাইজেশনের সুবিধা
- কনটেন্ট মনিটাইজেশনের অসুবিধা
- পার্টনার মনিটাইজেশন পলিসি কি
- ফেসবুক মনিটাইজেশন টুল
- কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- লেখক এর মন্তব্যঃ ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি
কনটেন্ট মনিটাইজেশন পলিসি কি
ফেসবুক এর কনটেন্ট মনিটাইজেশন পলিসি এমন এক ধরনের পলিসি, যার এমন কিছু
নিয়ম-কানুন ও শর্ত আছে, যেগুলো ব্যবহার করে কনটেন্ট তৈরি করে ফেসবুকের
প্ল্যাটফর্মে ব্যবহার অথবা শেয়ার করে আয় করার জন্য মেনে চলতে হয়। এর মূল
উদ্দেশ্য হলো ফেসবুক প্ল্যাটফর্মে সম্পূর্ণ নিরাপদ, উচ্চ মানসম্পন্ন , কনটেন্ট
তৈরি করে বা শেয়ার করে টাকা আয় করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া।
আরো পড়ুনঃ
লুডু গেম খেলে টাকা আয়
অর্থাৎ এর আগে ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আলাদা আলাদা টুলস এর প্রয়োজন ছিল।
যেমন এড অন রিলস, ইনস্ট্রিম এডস্, স্টার, বোনাস প্রোগ্রাম। আর কন্টেন্ট
মনিটাইজেশন পলিসের মাধ্যমে সবগুলো প্ল্যাটফর্মকে একই প্লাটফর্মে আনা হয়েছে। এক
কথায় বলা যায়, ফেসবুকের যত মনিটাইজ টুলস আছে সবগুলোকে একত্রিত করে ইনকামের
অন্যতম উপায় হল কন্টেন্ট মনিটাইজেশন।
কনটেন্ট মনিটাইজেশন টুলস ব্যবহার করে আপনি রিলস্, লং ভিডিও, ছবি,পোষ্ট ও স্টোরি
ফেসবুকে শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ইনকামকে আরও সহজ করার জন্য এবং
আরো বেশি করার জন্য এই টুলস টি ফেসবুক কর্তৃপক্ষ প্রদান করছেন। অর্থাৎ আপনি যদি
এই টুলস পেয়ে যান তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে
পারবেন।
কন্টেন্ট মনিটাইজেশন আবেদন
কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। আপনি যদি
সঠিকভাবে আবেদন না করে, ভুল ভাবে আবেদন করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও
পেতে পারেন। তাই এই টুল পাওয়ার জন্য আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আবেদন করতে
হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন।
- প্রথমে আপনাকে ফেসবুক অফিশিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে।
- এরপর বাম পাশে থাকা আপনার প্রোফাইল অথবা পে্ইজ এর লোগোতে ক্লিক করতে হবে।
- পরবর্তীতে পেইজ আসার পরে ডান পাশে থাকা থ্রী ডট অপসনে ক্লিক করতে হবে।
- এরপর পেজটিকে উপর থেকে টেনে নিচের দিকে আসতে হবে।
- নিচে আসার পরে আপনার প্রোফাইল অথবা পেইজ এর লিংক কপি করে নিতে হবে।
- প্রোফাইল অথবা পেইজ এর লিংক নোটপ্যাডে সেভ করে রাখতে হবে।
- এর পাশাপাশি আপনার ইউটিউব অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়ার লিংক নোটপ্যাডে সেভ করে রাখতে হবে।
- এরপর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
- প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে নিচের দিকে এসে সাপোর্ট নামক অপশনে ক্লিক করতে হবে।
- সামনে বেশ কয়েকটি অপশন আসবে তার মধ্যে থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সামনে আরো কয়েকটা অপশন আসবে সেখান থেকে প্রথম অপশন মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে।
- এরপরে যে পেজ আসবে একটু নিচের দিকে এসে ইনস্ট্রিম এড অথবা অ্যাড অন রিলস অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর সামনে একটি পেজ আসবে যেখানে নিচের দিকে লেখা আছে সাবমিটেড এবং লার্ন মোড়।
- প্রথমত আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এখানে ক্লিক করার পরে একটি আবেদন করার অপশন চলে আসবে।
- সেখানে আপনি কোন ধরনের পোস্ট আপলোড করেন এবং আপনার ভিউয়ার্সরা আজ পেইজ বা প্রোফাইল কি রকম পছন্দ করে সেগুলো উল্লেখ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনুরোধ করতে হবে।
- ফর্মটি পূরণ হয়ে গেলে সাবমিট-এ ক্লিক করতে হবে।
- সাবমিট হয়ে গেলে ডান পাশে থাকা লান মোরে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পরে একটি অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে মনিটাইজেশন বেটা।
- এই লেখার নিচে ইন দিস ফর্ম নামে অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- সেখানে ক্লিক করার পরে একটি ফর্ম আপনার সামনে চলে আসবে।
- যেখানে আপনার ইমেইল নাম্বার ও নোটপ্যাডে সেভ করা আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের লিংক এবং অন্য সোশ্যাল মিডিয়া লিংক এখানে পেস্ট করতে হবে।
- এরপর নিচে থাকা লেটস ডু দিস নামক অপশন এ ক্লিক করতে হবে।
- ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি সাবমিট মেসেজ চলে আসবে সেখানে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে।
- এইভাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে।
কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন
আপনার শুধু ফেসবুক প্রোফাইল অথবা পেইজ থাকলে হবে না আপনাকে জানতে হবে কিভাবে
কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। সঠিক নিয়ম গুলো জেনে তারপর আপনাকে এই টুলস
পাওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনার প্রোফাইল অথবা পেইজ মনিটাইজ
পাওয়ার জন্য যোগ্য হতে পারে। চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া
যাক।
কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার প্রোফাইল উপযুক্ত কিনা সেটা আপনাকে চেক
করে নিতে হবে। চেক করার জন্য আপনাকে যা করতে হবে তা হল-আপনার প্রোফাইলে অথবা
পেইজে ক্লিক করে সেটিংস্ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে চেক করতে হবে আপনার
প্রোফাইল অথবা পেজ ফেসবুক কর্তৃপক্ষ ইনকামের জন্য রিকমেন্ডেশন করে কিনা। আপনার
প্রোফাইল অথবা পেজে কোন পলিসি পলিসি ইস্যু আছে কিনা।
যদি আপনার প্রোফাইল অথবা পেইজ ফেসবুক রিকমেন্ডেশন না থাকে তাহলে আপনার প্রোফাইল
অথবা পেজ থেকে যেসব কন্টেন্ট সমস্যা সেগুলো ডিলিট করতে হবে। এরপর আপনার সেটিংস এর
সাপোর্ট ইনবক্সে যেতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে আপনার কোন মেসেজ আছে কিনা। যদি
কোনো মেসেজ থাকে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনাকে কনটেন্ট মনিটাইজের
জন্য আবেদন করতে হবে।
কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে কাজ করে
আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন কনটেন্ট মনিটাইজেশন কিভাবে কাজ করে।
কনটেন্ট মনিটাইজেশন সকল মনিটাইজেশনের প্রধান একটি রূপ। এই মনিটাইজেশন একজন
কনটেন্ট ক্রিয়েটরকে বিভিন্ন উপায়ে টাকা উপার্জনের সুযোগ করে দেয়। অর্থাৎ এই
মনিটাইজ অপশন ব্যবহার করে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে
ছবি পোস্ট করে অথবা স্টোরি শেয়ার করে টাকা আয় করতে পারেন।
যেখানে আগে শুধুমাত্র ভিডিও শেয়ারিং করে টাকা ইনকাম করা যেত। অর্থাৎ এর আগে কোন
ছবি বা স্টোরি শেয়ার করে টাকা ইনকাম করা যেত না। আর কনটেন্ট মনিটাইজেশনের
মাধ্যমে আপনি খুব সহজে টাকা আয় করতে পারবেন। অর্থাৎ কনটেন্ট মনিটাইজেশন একজন
ক্রিয়েটরকে বিভিন্ন উপায়ে টাকা প্রদান করে থাকে। এক কথায় বলা যায় আপনার
ফেসবুকে যেকোনো কিছু শেয়ার করার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
কনটেন্ট মনিটাইজেশনের সুবিধা
বর্তমানে ফেসবুক থেকে টাকা আয় করা সবচেয়ে সুবিধা জনক অপশন হল কনটেন্ট
মনিটাইজেশন। অর্থাৎ এই অপশনটি চালু হওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ
সুবিধা অনেক বেড়ে গেছে।
একজন কনটেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন এর মাধ্যমে কি কি সুবিধা ভোগ করে
থাকে চলুন তা জেনে নেওয়া যাক।
- সহজে টাকা ইনকাম করা যায়।
- যে কোনো ছবি পোস্ট করে সেখান থেকে টাকা ইনকাম করা যায়।
- আপনার ফেসবুকে যেকোনো স্টোরি শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন।
- ভিডিও থেকে টাকা ইনকাম করা যায়।
- অল্প সময়ে বেশি টাকা আয় করা যায়।
- প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করা যায়।
- পরিশ্রম অনেক কম করতে হয়।
- যখন তখন ছবি আপলোড করে টাকা ইনকাম করা যায়।
- পৃথিবীর যে কোন দেশ থেকে কাজ করা যায়।
- লেখালেখি করে টাকায় করা যায়।
- যে কোন ধরনের তথ্য প্রদান করে টাকা আয় করা যায়।
কনটেন্ট মনিটাইজেশনের অসুবিধা
পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। তেমনি কনটেন্ট
মনিটাইজেশনের সুবিধা পাওয়ার পাশাপাশি বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। যেগুলো
একজন ভালো কনটেন্ট ক্রিয়েটরের মনোবলকে দুর্বল করে দেয়। অনেকেই এই অপশন চালু
হওয়ার পর থেকে হতাশার মধ্যে আছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কনটেন্ট
মনিটাইজেশনে অসুবিধা কি কি।
আরো পড়ুনঃ
লেখালেখি করে টাকা আয়
- সবার জন্য এই অপশন এখনো চালু হয়নি।
- এ বিষয়ে নির্দিষ্ট কোন নীতিমালা আসেনি।
- অতি সহজে টাকা ইনকাম করা যায় বিধায় ভালো মানের ভিডিও তৈরি করতে অনাগ্রহ প্রকাশ করে।
- এই অপশন যাদের চালু হয়েছে তাদের অন্যান্য অপশন থেকে টাকা ইনকাম কমে গেছে।
- সবাই এই অপশন পেয়ে গেলে ইনকাম অনেক কমে যাবে।
পার্টনার মনিটাইজেশন পলিসি কি
ফেসবুক থেকে টাকা ইনকামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হল পার্টনার
মনিটাইজেশন পলিসি। আপনি ফেসবুকে নিয়মিত কাজ করার পরও যদি পার্টনার মনিটাইজেশন
পলিসির আওতায় না আসেন। তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না।
তাই ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি কি, এই সম্পর্কে আমাদের সঠিক তথ্য জানা
থাকা দরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
পার্টনার মনিটাইজেশন এমন একটি পলিসি যার মাধ্যমে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে
কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। পার্টনার মনিটাইজেশন পলিসির আওতায় বেশ
কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। যেমন অন্য কারো ভিডিও আপনার
ফেসবুকে প্রচার করা যাবে না। এমন কোন ছবি বা ভিডিও প্রচার করা যাবে না যা যেগুলো
পার্টনার মনিটাইজেশন পলিসি মধ্যে পড়ে না।
পাটনার মনিটাইজেশন পলিসির অন্যতম প্রধান শর্ত হলো আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল
মুডে নিয়ে আসতে হবে। আপনি আপনার আইডি বা পেইজকে প্রফেশনাল মুডে না নিয়ে আসলে,
এই পলিসির মধ্যে মধ্যে আপনি পড়বেন না। অর্থাৎ ফেসবুকে আপনি যে বিষয়গুলো শেয়ার
করতে চান সেগুলো ফেসবুকের নিয়ম নীতি মেনে পাবলিস্ট করে টাকা ইনকাম করাই হলো
পার্টনার পলিসি।
ফেসবুক মনিটাইজেশন টুল
ফেসবুকের বেশ কয়েকটি মনিটাইজেশন টুলস আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাড অন
রিলস্, ইন্সট্রিম এডস্, বোনাস প্রোগ্রাম, স্টার। এই টুলস গুলো ব্যবহার করে আপনি
সরাসরি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আরো কিছু টুলস আছে যেগুলো
থেকে আপনি প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া
যাক টুলস গুলো কি কি।
ফেসবুক মনিটাইজেশন টুলঃ
- Content Monitization
- In-stream Ads
- Ad On Reels
- Fan Subscription
- Branded Content
- Stars
- Paid Online Events
- Affiliate Marketing
১. Content Monitization: Content
Monitization এর মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব
হচ্ছে। কারণ এই টুলস ব্যবহার করে ছবি,স্টোরি,ভিডিও শেয়ার অথবা যে কোন লেখা
শেয়ার করে টাকা আয় করা যায়।
২. In-stream Ads: লং ভিডিও তৈরি করে
In-stream Ads এর মাধ্যমে প্রতি মাসে অনেক টাকা আয় করা যায়। এক্ষেত্রে আপনার
ভিডিও যত বড় হবে তত ইনকাম বেশি হবে। তবে ভিডিও বড় করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য
রাখতে হবে ভিডিওটি যেন গুরুত্বপূর্ণ হয় এবং তথ্যবহুল হয়।
৩. Ad On Reels: বর্তমান সময়ে ফেসবুক থেকে
টাকা ইনকামের সবচেয়ে বড় টুলস হয়েছে এটি। আপনি ৪০ সেকেন্ডের নিচে যে কোন একটি
রিলস্ ভিডিও তৈরি করে সেখান থেকে মিলিয়ন মিলিয়ন এর ভিউ নিয়ে আসার মাধ্যমে
প্রচুর টাকা আয় করতে পারবেন।
৪.Fan Subscription: এটা যে কোন শিক্ষা
প্রতিষ্ঠান অথবা অনলাইন প্রতিষ্ঠানের জন্য বেশি প্রযোজ্য অথবা চিকিৎসকের জন্য
প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের শিক্ষা প্রদান অথবা
পরামর্শ দিয়ে থাকেন তাহলে আপনার ফ্যানরা নির্দিষ্ট অর্থ দিয়ে সাবস্ক্রিপশন করার
মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্য দ্বারা দেখবে বা শুনবে।
৫. Branded Content: এই অপশনটি ব্যবহার করার
মাধ্যমে আপনি যে কোন কোম্পানির একটি ব্র্যান্ডকে প্রমোশন করে টাকা ইনকাম করতে
পারবেন।
৬. Stars: এই মনিটাইজ টুলস ব্যবহার করে আপনি
টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে লাইভ ভিডিও প্রকাশ
করার মাধ্যমে অথবা আপলোড ভিডিও প্রকাশ করার মাধ্যমে স্টার দেওয়ার জন্য অনুরোধ
করা হয়। এরপর আপনার ফ্যানরা আপনাকে স্টার প্রদান করলে সেই স্টার বাবদ নির্দিষ্ট
পরিমাণ টাকা পাবেন।
৭. Paid Online Events: বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান ও অনলাইন প্রতিষ্ঠান এই টুলস ব্যবহার করে টাকা ইনকাম করে থাকেন। ধরুন
আপনি একটি অনলাইন ইভেন্ট করবেন। সেটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা
আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই ইভেন্ট বাবদ প্রদান করবে, আর এভাবে আপনি এই
টুল ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।
৮. Affiliate Marketing: এই টুল ব্যবহার করে
আপনি আপনার যে কোন একটি অনলাইন দোকান অথবা ফেসবুক পেজে বিভিন্ন পণ্যর বিজ্ঞাপন
দিয়ে সে পণ্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
কনটেন্ট মনিটাইজেশন পেতে কি কি লাগে?
- সঠিক নিয়মে কনটেন্ট তৈরি করতে হবে।
- আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশ এই টুলস এর আওতায় আছে কিনা দেখে নিতে হবে।
- ফেসবুকের community standard মেনে চলতে হবে
- ফেসবুকের সকল কন্টেন্ট মনিটাইজ পলিসি মেনে নিয়ে চলতে হবে।
- সব সময় সত্য ও নির্ভরযোগ্য তথ্যসমৃদ্ধ কনটেন্ট শেয়ার করতে হবে।
- গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ পোস্ট অথবা ভিডিও শেয়ার করতে হবে।
- ফেসবুকের নিয়মের মধ্যে পড়ে না এমন কোন তথ্য প্রচার করা যাবে না।
ফেসবুকে কত ফলোয়ার হলে মনিটাইজেশন করা যায়?
আপনাকে অবশ্যই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ও কনটেন্ট মনিটাইজেশন পলিসি
অনুযায়ী সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এবং পার্টনার মনিটাইজেশন পলিসি এর সকল
শর্ত মেনে নিতে হবে। আপনার প্রোফাইলে অথবা পেজে ৩০ দিনের মধ্যে কমপক্ষে ৫০০ জন
ফলোয়ার হতে হবে। যে দেশগুলোতে স্টার টুলস দেওয়া হয়েছে সেসব দেশের অন্তর্ভুক্ত
হতে হবে। স্টার পাওয়ার জন্য সকল শর্ত মেনে নিয়ে নির্ধারিত কার্যাবলী সম্পাদন
করতে হবে।
কিভাবে চেক করব আপনি ফেসবুক মনিটাইজেশনের যোগ্য কিনা?
আপনি ফেসবুক মনিটাইজেশনের যোগ্য কিনা তার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অফিশিয়াল
অ্যাপ এ প্রবেশ করতে হবে। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর নিচের
দিকে গিয়ে আপনার প্রোফাইল বা পেইজ মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা চেক করে নিতে হবে।
অর্থাৎ Not yet eligibiligy এই লেখার উপরে যে অপশন গুলো থাকবে সেগুলো থেকে আপনি
টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে ফেসবুকে টাকা আয় করা যায়?
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্ব পূর্ণ
তথ্যসমৃদ্ধ পোস্ট প্রকাশ করতে হবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী নিয়মিত রিলস ভিডিও ও
লং ভিডিও প্রকাশ বা শেয়ার করতে হবে। এরপর আপনার ফেসবুকে নির্দিষ্ট পরিমাণ
ফলোয়ার্স হতে হবে। এগুলো সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে পার্টনার মনিটাইজেশন পলিসি
আওতার মধ্যে চলে আসলে, আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নীতিমালা কিভাবে অনুসরণ করব?
প্রথমত আপনাকে সকল মনিটাইজেশন বৈশিষ্ট্যর জন্য যোগ্য হতে হবে। অর্থাৎ আপনার
প্রোফাইল অথবা পেজের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে। কমপক্ষে আপনার প্রোফাইল অথবা
পেইজে ৫০০ জন ফলোয়ার্স থাকতে হবে। ইনস্ট্রিম বিজ্ঞাপন টুলস পেতে নিয়মিত আপনার
প্রোফাইলে অথবা পেইজে নির্দিষ্ট পরিমাণ লং ভিডিও ও রিলস্ ভিডিও আপলোড করতে হবে।
কিভাবে ফেসবুক কনটেন্ট ক্রিকেটার হওয়া যায়?
ফেসবুকে কনটেন্ট ক্রিকেটার হওয়ার জন্য প্রথমে আপনাকে একটি প্রোফাইল অথবা পেজ
খুলতে হবে। সেখানে যে তথ্যগুলো চায়, সে তথ্যগুলো দিয়ে আপনার প্রোফাইলে অথবা পেজ
চালু রাখতে হবে। এরপর নিয়মিত লং ভিডিও ও রিলস্ ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি
আপনাকে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ পোস্ট পাবলিশ করতে হবে।
লেখক এর মন্তব্যঃ ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি হল এমন একটি পলিসি, যে পলিসির আওতায় ছবি,
পোস্ট, স্টরি, রিলস ভিডিও ও লং ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়। অর্থাৎ
ফেসবুক থেকে ইনকামের জন্য যতগুলো টুল আছে। সমস্ত টুলকে একটি নির্ধারিত প্লাটফর্মে
নিয়ে আসাই হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনি এই পলিসির আওতায় আসার
মাধ্যমে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন।
এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন কিভাবে কনটেন্ট মনিটাইজেশন এর জন্য আবেদন
করবেন, কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে কাজ করে,
কনটেন্ট মনিটাইজেশন এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে। এই ওয়েবসাইটে এরকম
গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ পোস্ট নিয়মিত পাবলিশ করা হয়। বিভিন্ন বিষয়ের
গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url