ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি - যেভাবে আবেদন করবেন
প্রিয় পাঠক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, কনটেন্ট মনিটাইজেশন পলিসি
কিভাবে পাওয়া যায়। এখান থেকে আপনি কিভাবে লাখ টাকা আয় করতে পারবেন । এই বিষয়ে
বিস্তারিত এইআর্টিকেলে আলোচনা করা হলো।
এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আরো জানতে পারবেন, কিভাবে ফেসবুকে কনটেন্ট
মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন, ফেসবুক রিলস মনিটাইজেশন কি, ফেসবুক থেকে পলিসি
কিভাবে রিমুভ করা যায়। ফেসবুকের ইনকাম সম্পর্কে যাবতীয় সকল তথ্য জানতে শেষ
পর্যন্ত পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি - যেভাবে আবেদন করবেন
- ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি
- কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেভাবে আবেদন করবেন
- ফেসবুক মনিটাইজেশন টুল
- কিভাবে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন
- ফেসবুক রিলস মনিটাইজেশন পলিসি
- ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়
- কনটেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে চেক করব?
- ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ
- ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা কি
- কিভাবে ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড সমাধান করব
- ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনারা অনেকেই সঠিক তথ্য জানতে চান।
কারণ বর্তমানে ফেসবুক থেকে এই টুলস ব্যবহার করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
হচ্ছে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই
ফেসবুকের টাকা ইনকাম থেকে বঞ্চিত হচ্ছেন। চলুন তাহলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন
সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
ফেসবুকে কত ফলোয়ার হলে কত টাকা পাওয়া যায়
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এমন একটা পলিসি যার মাধ্যমে আপনি একটি ছবি
পোস্ট করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। ধরুন আপনি আপনার আইডিতে একটি স্টোরি
শেয়ার করেছেন। আপনি সেখান থেকেও টাকায় করতে পারবেন। অর্থাৎ ফেসবুক কন্টেন্ট
মনিটাইজেশন পলিসি হলো ফেসবুকের সবগুলো পলিসিকে একটি প্লাটফর্মে নিয়ে আসা।
যদি আমি আরো পরিষ্কার করে বলতে চাই তাহলে বিষয়টি এমন হবে। আগে একজন ফেসবুক
কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র রিলস্ ভিডিও অথবা লং ভিডিও থেকে টাকা আয় করতে
পারতেন। অর্থাৎ রিলস্ বিজ্ঞাপন ও ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে টাকা আয় করতে পারতো।
কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর বোনাস প্রোগ্রাম থেকে টাকা আয় করতে পারতো। গত বছর
থেকে স্টার সেটআপ এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারতো।
এই সমস্ত টাকা ইনকামের প্লাটফর্মকে একটি প্লাটফর্মের মধ্যে আনার জন্যই ফেসবুক
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তৈরি হয়েছে। অর্থাৎ আপনি যদি একজন যোগ্য কন্টেন্ট হন
তাহলে এই পলিসির মাধ্যমে আপনি একই সঙ্গে অনেক টাকা আয় করতে পারবেন। ২০২৫ সাল
থেকে ফেসবুক সমস্ত ইনকামের প্ল্যাটফর্মকে একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার
জন্যই কনটেন্ট মনিটাইজেশন পলিসি চালু করেছেন।
আর
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন
চালু করার মাধ্যমে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে কয়েক লাখ টাকা
পর্যন্ত আয় করতে পারবেন। কারন আগে শুধু স্টার এবং ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা
প্রদান করতো ফেসবুক কর্তৃপক্ষ। কন্টেন্ট মনিটাইজেশনের কারণে শুধুমাত্র একটি ছবি
পোস্ট করেও টাকা ইনকাম করা যাবে। আপনি যদি ফেসবুকে কোন কিছু লেখালেখি করেন এবং
সেটা লোকজন পছন্দ করে সেখান থেকেও আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
সাধারণ পলিসি থাকার কারণে আগে একজন কন্টেন্ট ক্রিকেটার ফেসবুক থেকে খুব বেশি টাকা
আয় করতে পারেনি। বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেন প্রতিটি
কন্টেন্ট ক্রিয়েটর প্রতিমাসে ফেসবুক থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে পারেন। তবে
ফেসবুকের এই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এবং
ফেসবুকে নিয়ম-নীতিবিরোধী কোন কাজ করা যাবে না।
যদি আপনি ফেসবুকের নিয়ম-নীতি বহির্ভূত কোন কাজ করে থাকেন তাহলে এই কনটেন্ট
মনিটাইজেশন পলিসি কখনোই পাবেন না। ধরুন আপনি অন্যর ভিডিও বা অন্যর ছবি আপনার
ফেসবুকে পোস্ট করেছেন যেটাকে বলা হয় কপিরাইট অথবা অন্য লেখা কপি করে নিয়ে এসে
আপনার ফেসবুকে পোস্ট করেছেন । তাহলে কিন্তু আপনি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশনের
জন্য যোগ্য হবেন না।
বর্তমান যুগে আপনি একটি ফেসবুক খুলে সেখান থেকে কনটেন্ট মনিটাইজেশন সেটাপ নেওয়ার
মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন। আর এটি একটি ওপেন প্লাটফর্ম
এখানে যেকোনো ব্যক্তি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারবেন।
আপনিও এখান থেকে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে প্রতি মাসে ভালো টাকা আয় করতে
পারবেন।
কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেভাবে আবেদন করবেন
বর্তমান সময়ে এসে আমাদের প্রত্যেকেরই চাওয়া আমরা যেন ফেসবুকে কনটেন্ট
মনিটাইজেশন পেয়ে যায়। কারণ এই মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে সহজেই ফেসবুক থেকে
টাকা আয় করা যায়। কিন্তু অনেকেই এটা পাওয়ার আশায় দীর্ঘদিন থেকে কাজ করে
যাচ্ছেন কিন্তু এই আপডেটটি পাচ্ছেন না। শুধুমাত্র কাজ করেই এই আপডেট পাওয়া যায়
না। এই আপডেট পাওয়ার জন্য সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে। চলুন তাহলে আবেদনের
বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
লেখালেখি করে টাকা আয় বিকাশে পেমেন্ট
- প্রথমে আপনাকে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে।
- এরপর আপনার আইডি বা পেজের প্রোফাইলে প্রকাশ করতে হবে।
- এরপর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
- এরপর নিচের দিকে যেতে হবে।
- নিচের দিকে যেখানে লেখা আছে সাপোর্ট সেখানে ক্লিক করতে হবে।
- সাপোর্টে ক্লিক করার পরে বেশ কয়েকটি অপশন চলে আসবে।
- এর মধ্যে থেকে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে।
- এরপর ইন্সট্রিম অ্যাডস এ ক্লিক করতে হবে।
- এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে।
- সেখানে বাম পাশের লেখা আছে আই এম ইন্টারেস্টটেড।
- আর ডান পাশে লেখা আছে লার্ন মোড়।
- প্রথমে বাম পাশে আই এম ইন্টারেস্টেড এই জায়গায় ক্লিক করতে হবে।
- সেখানে ক্লিক করার পরে একটি বক্স চলে আসবে।
- সেই বক্সে আপনার কিছু তথ্য লিখতে হবে।
- অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন, সেগুলো আপনার ভিউয়ার্সরা পছন্দ করে কিনা যাবতীয় তথ্য লিখে কনটেন্ট মনিটাইজ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।
- এরপর এই লেখাটাকে সাবমিট করতে হবে।
- সাবমিট হয়ে যাওয়ার পরে ডান পাশের লার্ন মোরে ক্লিক করতে হবে।
- লার্ন মরে ক্লিক করার পরে কনটেন্ট মনিটাইজেশন বেটা নামক একটি অপশন চলে আসবে।
- সেখানে আবার লেখা আসবে আই এম ইন্টারেস্টেড সেখানে ক্লিক করতে হবে।
- এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ফরমেট চলে আসবে।
- প্রথমে একটি আপনার ভ্যালিড জিমেইল দেওয়া লাগবে।
- এরপর আপনার ফেসবুকের লিংক দিতে হবে।
- লিংকটি অবশ্যই আগে থেকে কপি করে নিতে হবে।
- এর পরে আরেকটি ঘর থাকবে সেখানে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার একটি লিংক দিতে হবে।
- এরপর পুরো আবেদনটিকে সাবমিট করতে হবে।
- সাবমিট করার সঙ্গে সঙ্গে ফেসবুক আপনাকে রিভিউ একটি অপশন দেখাবে।
- অর্থাৎ আপনার আইডিটি ফেসবুক অফিসের কাছে রিভিউ এর জন্য চলে যাবে।
- ফেসবুক রিভিউ করে কয়েক দিনের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এই কনটেন্ট মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন।
ফেসবুক মনিটাইজেশন টুল
একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুক মনিটাইজেশন টুলস ব্যবহার করে প্রতি মাসে লাখ টাকা
আয় করতে পারেন। কিন্তু তার আগে জানতে হবে ফেসবুকের কোন কোন মনিটাইজেশন টুলস
ব্যবহার করে টাকা ইনকাম করা যায়। যদিও এখন ডিজিটাল যুগ যার কারণে প্রত্যেকের
হাতে ফোন আছে এবং বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। তাই এই বিষয়টি জানার
মাধ্যমে সহজেই একজন ব্যক্তি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। চলুন তাহলে জেনে
নেওয়া যাক।
১. স্টার টুলস ব্যবহার করে টাকা ইনকামঃ বর্তমানে ফেসবুকে খুবই
গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে স্টার। এইট টুলস ব্যবহার করে অতি সহজেই টাকা ইনকাম
করা যায়। তবে এক্ষেত্রে আপনি যে ভিডিও বা যে পোস্ট লিখবেন অথবা যে ছবি পোস্ট
করবেন সেই ছবিতে অন্য কোন ফেসবুক ব্যবহারকারী আপনাকে স্টার প্রদান করতে হবে।
এভাবে যত বেশি আপনার পোস্টে স্টার আসবে তত বেশি আপনি ফেসবুক থেকে টাকা পাবেন।
আরো পড়ুনঃ
কলমি শাকের ক্ষতিকর দিক
এক্ষেত্রে যারা আপনাকে স্টার প্রদান করবে তাদেরকে ফেসবুক থেকে স্টার কিনতে হবে।
ধরুন আপনি কিছু কনটেন্ট তৈরি করলেন যা এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষ আপনার
কন্টেন্ট পড়ার জন্য বা দেখার জন্য আপনাকে স্টার প্রদান করবে। এক্ষেত্রে স্টার এর
টাকা নিজেই নির্ধারণ করা যায়। অর্থাৎ প্রতিটি স্টারের জন্য আপনি কত টাকা নিবেন
তা আপনি নিজেই নির্ধারণ করে দিতে পারবেন।
বর্তমান সময়ে আমাদের দেশসহ সারা বিশ্বেই এই টুলস ব্যবহার করে প্রচুর পরিমাণ টাকা
আয় করা সম্ভব হচ্ছে। বিশেষ করে যারা লাইভ ভিডিও করে তাদের জন্য এই টুলস টি খুবই
গুরুত্বপূর্ণ। আপনিও অনেক গুরুত্বপূর্ণ পোস্ট অথবা কনটেন্ট তৈরি করে সেগুলো স্টার
এর বিনিময়ে সেল করে টাকা ইনকাম করতে পারবেন।
২. অ্যাড অন রিলস টুলস ব্যবহার করে টাকা ইনকামঃ ২০২৫ সালে ফেসবুক থেকে
টাকা ইনকামের সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে অ্যাড অন রিলস। কারণ ফেসবুকে একটি
ভালো মানের রিলস ছেড়ে দিলে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেখান থেকে
প্রচুর ভিউ আসছে। আর যতটুকু পরিমাণ ভিউ আসবে তত পরিমাণ টাকা ইনকাম হবে। খুব সহজেই
আপনি আপনার ফোন ব্যবহার করে রিলস তৈরি করতে পারবেন।
আপনার ফোনটি ব্যবহার করে ২৫ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ভিডিও তৈরি করে ফেসবুকে
ছেড়ে দিলেন। আপনার সেই রিলস ভিডিওটি যদি আনন্দদায়ক বা গুরুত্বপূর্ণ হয় তা
ফেসবুক নিজেই ভাইরাল করে দেয়। এভাবে দেখা যায় একটি থেকে কয়েক মিলিয়ন ভিউ চলে
আসে। রিলস আপলোড করার পরপরই অটোমেটিক এর সঙ্গে অ্যাড যুক্ত হয়ে যায়। এভাবে যত
বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন।
৩. ইনস্ট্রিম বিজ্ঞাপন টুলস ব্যবহার করে টাকা ইনকামঃ ফেসবুক থেকে টাকা
ইনকামের সবচেয়ে পুরাতন যে পদ্ধতি টা হল ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম।
আপনি ফেসবুকে একটি লং ভিডিও তৈরি করে ছেড়ে দিলেন, এই ভিডিওটি যত জন ব্যক্তি
দেখবে অর্থাৎ যত ভিউ হবে, তার ওপর নির্ভর করে সেখানে ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞাপন
প্রদান করবেন। এভাবে যত বেশি ভিউ হবে যত বেশি বিজ্ঞাপন প্রদর্শিত হবে তত বেশি
আপনার টাকা ইনকাম হবে।
তবে এক্ষেত্র শর্ত হলো আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিটি ভিডিও যেন
কমপক্ষে তিন মিনিট এর নিচে না হয়। আপনার ভিডিওটি তিন মিনিটের ওপরে যত বড় হবে তত
বেশি বিজ্ঞাপন আসবে এবং ইনকাম তত বেশি হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার
ভিডিওটি হতে হবে অবশ্যই মানুষের জন্য আনন্দদায়ক অথবা শিক্ষামূলক। যদি আপনি এরকম
ভিডিও তৈরি করে থাকেন তাহলে প্রতি মাসে এই টুলস ব্যবহার করে টাকা ইনকাম করতে
পারবেন।
৪. পার্টনারশিপ বিজ্ঞাপন ব্যবহার করে টাকা ইনকামঃ বর্তমানে ফেসবুক থেকে
টাকা ইনকামের আরেকটি অন্যতম টুলস হলো পার্টনারশিপ বিজ্ঞাপন। আপনি যদি একজন ভালো
কনটেন্ট ক্রিকেটার হন এবং আপনার যদি অনেক বেশি ফলোয়ার্স থাকে। তাহলে এই অপশনের
মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। চলুন জেনে আসি এই টুলস ব্যবহার করে
কিভাবে টাকা ইনকাম করবেন।
ধরুন আপনার ফেসবুক প্রোফাইল বা পেইজে অনেক বেশি ফলোয়ার্স আছে। কোন একটি কোম্পানি
বা প্রতিষ্ঠান তার একটি পণ্য আপনার আইডি বা পেজের মাধ্যমে প্রচার করতে চায়। তারা
আপনাকে প্রস্তাব দিল যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিব আপনি আমার এই পণ্যটি
প্রচার করে দিবেন। একেই বলা হয় পার্টনারশিপ বিজ্ঞাপন। অর্থাৎ তার সাথে আপনি
পার্টনারশিপ হয়ে টাকার বিনিময়ে তার পণ্যর প্রচার করে দিলেন।
৫. সাবস্ক্রিপশন টুলস ব্যবহার করে টাকা ইনকামঃ ফেসবুক থেকে টাকা ইনকামের
আরেকটি প্লাটফর্ম হলো সাবস্ক্রিপশন টুলস। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে
ব্যবহার করা হয়। আবার অনেকটা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরুন
আপনার একটি প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি শিক্ষামূলক কোন কন্টেন্ট তৈরি করেন।
সেই কনটেন্ট গুলো নির্দিষ্ট কিছু লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা আপনার কাছ
থেকে নিতে চায়।
তখন তাদেরকে আপনি শর্ত দিলেন যে তারা যদি আপনার ফেসবুকে সাবস্ক্রিপশন করে তাহলে
তারা আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পাবে। এটা হতে পারে স্কুল কলেজ অথবা
অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখবেন, আপনি একটি
প্রতিষ্ঠানের সাথে কন্টাক করলেন। তাদের ফেসবুক পেইজে বা প্রোফাইলে আপনি
সাবস্ক্রিপশন বাবদ কিছু টাকা প্রদান করে সাবস্ক্রাইবার হলেন।
এভাবে সাবস্ক্রাইবার হওয়ার মাধ্যমে আপনি তাদের পেজে বা প্রোফাইলের ওই ভিডিওগুলো
দেখতে পাবেন। এবং এটা নির্ধারিত সময় পর্যন্ত আপনি দেখতে পাবেন। সেটা হতে পারে এক
বছর অথবা দুই বছর। আপনি ওখান থেকে যেকোনো সময় প্রবেশ করে ওই গুরুত্বপূর্ণ
কনটেন্ট দেখতে পাবেন। আর এভাবেই সাবস্ক্রিপশন টুলস ব্যবহার করে ফেসবুক থেকে টাকা
ইনকাম করা যায়।
৬. বোনাস টুলস ব্যবহার করে টাকা ইনকামঃ ফেসবুক প্রতিবছর সেরা কনটেন্ট
ক্রিকেটারদের বোনাস প্রোগ্রাম দিয়ে থাকে। অর্থাৎ আপনার কন্টেন যদি ভাল হয় এবং
প্রচুর পরিমাণে ভিউ হয় তাহলে ফেসবুকের পক্ষ থেকে ওইসব কনটেন্ট ক্রিয়েটরদেরকে
বোনাস প্রগ্রাম বাবদ নির্দিষ্ট পরিমাণ এমন প্রদান করে থাকে।
কিভাবে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন
আপনি একজন ফেসবুক ব্যবহারকারী হিসেবে কিভাবে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য
যোগ্য হবেন। বর্তমানে ফেসবুক তাদের নির্দিষ্ট কয়েকটি ক্রিয়েটরকে এ টুলস দিয়ে
দিছেন। সবাইকে এখনো এই টুলস টি দেওয়া হয় নাই। আসলে এই টুলসের জন্য কি কি
প্রয়োজন এমন কোন শর্ত এখনো জুড়ে দেওয়া হয়নি। তবে সাধারণ নিয়মে আপনার ফেসবুক
আইডি বা পেইজে কোন কপিরাইট থাকা যাবে না।
ফেসবুক যেগুলো নিষেধ করেছে এমন কাজ করলে এই মনিটাইজেশন টুলস পাবেন না। অর্থাৎ
আপনার ফেসবুক আইডি বা পেজ ফেসবুক কর্তৃক রেকমেন্ডেশন থাকতে হবে। আপনার ফেসবুক
আইডি চেক করলে দেখতে পাবেন আপনার আইডিটি উপার্জনের জন্য যোগ্য কিনা। বিশেষ করে
যাদের এড অন রিলস এবং ইনস্ট্রিম এডস চালু আছে। তাদের জন্য এই টুলসটি খুবই
সহজলভ্য।
তবে কোন কোন ক্ষেত্রে এসব কোনো কিছুই না থাকলেও সেখানে ফেসবুক কন্টেন্ট
মনিটাইজেশন দিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে এখনো নির্দিষ্ট কোন শর্ত জুরে দেওয়া
হয়নি। যদি আপনার ফেসবুক আইডি বা পেজ এ কোনরকম কোন সমস্যা না থাকে তাহলে আপনিও
আবেদন করে সহজেই এই টুলসটি নিতে পারেন। তাই আপনার আইডির সবকিছু ঠিক আছে কিনা এখনই
চেক করে দেখে নিন এবং এখন আবেদন করে দিন।
ফেসবুক রিলস মনিটাইজেশন পলিসি
আপনার ফেসবুক প্রোফাইলে বা পেইজে রিলস্ থেকে ইনকামের জন্য ফেসবুক রিলস মনিটাইজেশন
পলিসি কি। যদিও আপনারা অনেকেই এই বিষয়টি মোটামুটি জেনে গেছেন তারপরও আজ আমি এই
বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরবো। যাতে আপনারা কোন রকম ভুল না করে সঠিকভাবে সঠিক
কাজ করে ফেসবুক রিলস মনিটাইজেশন সম্পর্কে জেনে ফেসবুক থেকে টাকা আয় করতে পারেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক।
রিলস মনিটাইজেশন পলিসির প্রথম শর্ত হচ্ছে আপনার রিলস কমপক্ষে এক মিলিয়ন ভিউ হতে
হবে। যদি আপনার পেজ আগে থেকে মনিটাইজ করা থাকে তাহলে শুরু থেকে ইনকাম করতে
পারবেন। আর যদি আপনার পেজ কোনভাবে মনিটাইজ না থাকে তাহলে কমপক্ষে ১০ লক্ষ ভিউ হতে
হবে এবং এক হাজার ফলোয়ার্স থাকা লাগবে। যদি আপনার পেইজের এই ক্রাইটেরিয়া পূরণ
হয় তাহলে আপনি রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আপনার ফেসবুক প্রোফাইল বা পেইজে আপনি নিয়মিত রিলস আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম
করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার নিজস্ব রিলস্ হতে হবে। আপনি যত বেশি রিলস আপলোড
করবেন তত বেশি আপনার ভিউ বাড়বে এবং তত বেশি ইনকাম হবে। তবে আপনি কোন ধরনের রিলস
আপলোড করবেন অথবা কোন ধরনের রিলস্ থেকে বেশি টাকা ইনকাম করা যায় সেটা আগে জানা
দরকার।
আপনি যে রিলস্ তৈরি করবেন সেটি যদি মানুষের পছন্দ হয় তাহলে আপনার ভিউয়ার, লাইক
এবং কমেন্ট করবে এবং সেটা আস্তে আস্তে ফেসবুক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে।
এভাবে যত বেশি লাইক কমেন্ট পড়বে তত বেশি আপনার ভিউ বাড়বে। আপনি কমেডি টাইপের
রিলস অথবা গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ রিলস পাবলিশ করলে আপনার ভাইরাল হওয়ার
সম্ভাবনা বেশি এবং টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি।
এমন অনেক ফেসবুক ব্যবহারকারী করে আছেন যারা প্রতিদিন প্রচুর পরিমাণে রিলস আপলোড
করে প্রতি মাসে কয়েক লাখ টাকা পর্যন্ত আয় করে আসতেছে। বর্তমানে আমাদের দেশে
যেসব রিলস বেশি ভাইরাল হচ্ছে তা হলো-কমেডি, ফানি, শিক্ষামূলক, খেলাধুলা, মৎস্য
শিকার, ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে রিলস। অর্থাৎ আপনি ফেসবুকে ঢুকলেই বুঝতে
পারবেন কোন ধরনের রিলসে বেশি ভিউ হচ্ছে। ওই টাইপের রিলস্ তৈরি করে আপলোড করলেই
আপনার রিলস্ ভাইরাল হবে এবং টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়
আমাদের দেশের অনেক মানুষ এখন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন ভাবে কাজ
করে যাচ্ছেন কিন্তু অনেকেই জানেন না ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়। ফেসবুক
মনিটাইজ করার মাধ্যমে একজন ব্যবহারকারী ফেসবুক থেকে ব্যাপক পরিমাণ টাকা আয় করতে
পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় এ সম্পর্কে
যাবতীয় সকল তথ্য।
ফেসবুক মনিটাইজেশন করার জন্য প্রথম যে শর্ত তা হল আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে
কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার্স থাকতে হবে। এরপর আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সে
ভিডিওগুলো কমপক্ষে ৬০ হাজার মিনিট ভিউ হতে হবে। আপনার ফেসবুক পেজটি অথবা
প্রোফাইলটি ফেসবুক কর্তৃক রিকমেন্ডেশন থাকতে হবে যে আপনি এই পেজ বা এই প্রোফাইল
থেকে টাকা ইনকাম করতে পারবেন।
অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা তা আগে আপনাকে
চেক করে নিতে হবে। আর চেক করে নেওয়ার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে
রিকমেন্ডেশনে কি আছে সেটা ভালো করে দেখে নিতে হবে। আপনার ফেসবুক প্রোফাইল বা
পেইজে কোন প্রকার কপিরাইট ক্লেম আছে কিনা লক্ষ্য রাখতে হবে। যদি আপনার প্রোফাইল
বা পেজে কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন না।
এক কথায় বলতে গেলে ফেসবুক যেসব কাজ আপনাকে করতে নিষেধ করেছে সেসব কাজ যদি না
করেন। অর্থাৎ আপনার যদি পেজ বা প্রোফাইলে কোন প্রকার কপিরাইট ক্লেম না থাকে।
আপনার প্রোফাইল বা পেইজে যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে এবং ৬০ হাজার মিনিট ওয়াচ
টাইম থাকে। তাহলে আপনি মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন অথবা অটোমেটিক মনিটাইজ
হয়ে যাবে।
কনটেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে চেক করব?
আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন কনটেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে চেক করব? কারণ
কনটেন্ট মনিটাইজেশন পলিসি বর্তমানে সবচেয়ে বড় ধরনের একটি পলিসি, যার মাধ্যমে
আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন। আপনার ফেসবুকে কনটেন্ট
মনিটাইজেশন পলিসি এসেছে কিনা তা চেক করার জন্য আপনাকে যা করতে হবে চলুন এ বিষয়ে
জেনে নেওয়া যাক।
- প্রথমে ফেসবুক অফিশিয়াল অ্যাপস এ প্রবেশ করতে হবে।
- এরপর আপনার প্রোফাইল অথবা পেজের ভেতরে প্রবেশ করতে হবে।
- আপনার প্রোফাইল বা পেইজের প্রফেশনাল ড্যাশবোর্ড-এ ক্লিক করতে হবে।
- ক্লিক করার পরে ওখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাওয়া যাবে।
- এর মধ্যে একটি অপশন থাকবে যেখানে লেখা থাকবে মনিটাইজেশন।
- মনিটাইজেশন লেখার উপরে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন চলে আসবে।
- এর মধ্যে প্রথমে আসবে স্টার, এর পর আসবে এড অন রিলস, এরপর আসবে ইনস্ট্রিম এডস্, এরপর আসবে বোনাস নামক অপশন, তারপর আসবে সাবস্ক্রিপশন।
- তবে এই লেখাগুলো যদি নট ইয়াট এভেলেবল হয় তাহলে বুঝতে হবে আপনি এখনো মনিটাইজেশন পাননি।
- আর এই লেখাগুলোর মধ্যে যে লেখাগুলো নট ইয়েট ইলিজিবল এর উপরে থাকবে সেগুলো আপনি ব্যবহার করে টাকা ইনকাম করতে পারেন।
ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ
আপনার ফেসবুকের পলিসি ইস্যু এসেছে, আপনি কি ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ করতে
চাচ্ছেন তাহলে এই লেখাটি সম্পন্ন পড়ুন। আপনার ফেসবুকে নির্দিষ্ট কোন একটি কারণে
পলিসি ইস্যু আসতে পারে। এবং ফেসবুক আপনাকে একটি মেসেজ দিবে, যে মেসেজে লেখা থাকবে
কি কারনে আপনার পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু এসেছে। প্রথমত আপনাকে ওই কনটেন্টটি
ডিলিট করতে হবে।
এরপর ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে গিয়ে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ
করতে হবে। অর্থাৎ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে গিয়ে আপনাকে একটি মেসেজ লিখতে
হবে। মেসেজটি এমন হবে যে আপনি ভুলবশত ওই কনটেন্টটি পাবলিস্ট করেছেন। পরবর্তীতে
এরকম কোন কন্টেন্ট আর পাবলিশ হবে না। আপনার আইডিকে পুনরায় পলিসি রিমুভ করে ইনকাম
করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।
এভাবে একটি মেসেজ দেওয়ার পরে তারা মেসেজটি দেখবে। এরপর তারা দেখবে আপনার কোন
কন্টেন্টের কারণে আপনাকে পলিসি দেওয়া হয়েছে সেটা আপনি ডিলিট করেছেন কিনা। যদি
সত্যিই আপনি সেই পোস্টটি ডিলিট করে থাকেন এবং আর কোন সমস্যা না থাকে তাহলে
কয়েকদিন আপনার আইডিকে রিভিউ এর মধ্যে রাখবে। এরপর রিভিউ কাজ শেষ হলে আপনার আইডি
বা পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ করে নেবে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা কি
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা হলো ফেসবুকের বর্তমানে সবচেয়ে সহজ ভাবে ইনকামের
একটি প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনি এই প্লাটফর্মের মাধ্যমে খুব সহজেই ফেসবুক থেকে
টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই প্লাটফর্মের মাধ্যমে আপনার যেকোনো ধরনের লেখা
ছবি ভিডিও থেকে টাকা আয় করতে পারবেন। অর্থাৎ বর্তমানে যে কনটেন্ট মনিটাইজ এর
অপশন নিয়ে এসেছে এই বেটার আওতায়।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এর মাধ্যমে আপনাকে প্রথমে আবেদন করতে হবে যে
আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান। আবেদন করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম
আপনাকে প্রদান করা হবে, ফেসবুক বেটা অপশনের মধ্যে প্রবেশ করলে। সেখানে যে ফর্ম
দেওয়া আছে সেই ফর্মে যে সব তথ্য চায় সেসব তথ্য সঠিকভাবে পূরণ করে দিয়ে আবেদন
করতে হবে। এরপর ফেসবুক রিভিউ করে যদি আপনার অ্যাপ্রভ হওয়ার মত থাকে তাহলে এপ্রুভ
করে দেবে।
কিভাবে ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড সমাধান করব
আপনারা অনেকেই জানতে চান কিভাবে ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড সমাধান করব। কারণ
আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যদি এই লেখাটি আসে তাহলে আপনার ইনকাম কমে যায়।
অর্থাৎ নির্দিষ্ট একটি সমস্যার কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন
লিমিট করে দেয়া হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুকে মনিটাইজেশন
লিমিট সমাধান করা যায়।
মনিটাইজেশন লিমিট সমাধান করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক মেটা সুইট-এ যেতে হবে।
সেখানে গিয়ে মনিটাইজেশনে ক্লিক করতে হবে। আপনার কোন কারণে আপনাকে মনিটাইজেশন
লিমিট করে দিয়েছে সেটা চিহ্নিত করতে হবে। এরপর সেটা যদি লিগ্যাল হয় এবং কোন
সমস্যা না থাকে তাহলে সেটা একটা স্ক্রিনশট নিয়ে।
হেল্প সেন্টারে গিয়ে আপনাকে ওই স্ক্রিনশট দিয়ে আপনাকে একটা আবেদন করতে হবে।
আপনার আবেদন দেখে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল রিভিউ করে সমস্যা না থাকলে ফেসবুক
আপনাকে সেটা ঠিক করে দেবে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
নতুন ফেসবুক আপডেট কন্টেন্ট মনিটাইজেশন কি?
আগে ফেসবুক থেকে একজন ব্যক্তি রিলস অথবা লং ভিডিও থেকে টাকা আয় করতে পারতেন। আর
এখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর মাধ্যমে ছবি, ভিডিও, লেখা, স্টরি যা কিছু
আপলোড করুক না কেন সেখান থেকে টাকা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার আইডিতে বা
পেইজে কনটেন্ট মনিটাইজেশন একবার পেয়ে যান তাহলে আপনি আপনার আইডিতে বা পেইজে ছবি,
স্টোরি, লং ভিডিও, শর্ট ভিডিও যাই আপলোড করেন না কেন, সেখান থেকে টাকা ইনকাম করতে
পারবেন।
ফেসবুক প্রোফাইলে পলিসি সমস্যা দূর করার উপায়?
আপনার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন কারণে পলিসি ইস্যু আসতে পারে। আর যদি একবার আপনার
ফেসবুক বা ফেসবুক পেজে কোনভাবেই পলিসি ইস্যু আসে তাহলে আপনি ওখান থেকে আর ইনকাম
করতে পারবেন না। পলিসি ইস্যু রিমুভ আপনাকে যা করতে হবে, প্রথমে দেখতে হবে আপনার
কোন কনটেন্ট এর কারণে পলিসি এসেছে। সেই কনটেন্ট প্রথমে ডিলিট করতে হবে। এভাবে
যতগুলো কন্টেন্টে পলিসি ইস্যু এসেছে সবগুলো ডিলিট করতে হবে।
এরপর ফেসবুক হেল্প সেন্টারে গিয়ে আপনাকে আবেদন করতে হবে পলিসি ইস্যু রিমুভ করার
জন্য।আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আপনার আইডি আবার নতুন করে চেক করে দেখবেন
কোন সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে কিছুদিন পরে আপনার আইডি অথবা পেজ থেকে
পলিসি ইস্যু রিমুভ করে নেবে।
ফেসবুকে ছবি দিয়ে টাকা আয় করা যায়?
বর্তমানে ফেসবুক নতুন যে আপডেট নিয়ে আসছেন তাতে করে আপনি ছবি দিয়ে টাকা আয়
করতে পারবেন। অর্থাৎ আপনার আইডি অথবা পেইজে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে
যান তাহলে আপনি সহজে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তবে ছবিগুলো অবশ্যই
আপনার নিজের হতে হবে। অন্য জায়গা থেকে ছবি নিয়ে আপলোড করলে হবে না।
ফেসবুকে স্টার পাচ্ছি না কেন?
ফেসবুক কর্তপক্ষ আসলে কোন ক্রিয়েটর কে স্টার প্রদান করেনা। প্রদান করে আপনার
ভিউয়ার্সরা। তাই আপনি যদি গুণগত মানসম্পন্ন ও মানুষের পছন্দের কনটেন্ট তৈরি করেন
তাহলে আপনার আইডি বা পেজে অটোমেটিক স্টার চলে আসবে। অর্থাৎ আপনার ফলোয়ার্সরা
আপনাকে ভালোবেসে স্টার প্রদান করবে। তাই মনে রাখতে হবে ফেসবুক আপনাকে কখনো স্টার
প্রদান করবে না।
ফেসবুকে কি কি পোস্ট করা যাবে না?
ফেসবুকে কি কি পোস্ট করা যাবে, আর কি কি পোস্ট করা যাবে না এ বিষয়ে যাবতীয় তথ্য
ফেসবুকের নীতিমালার মধ্যে লেখা আছে। অর্থাৎ যৌন হয়রানিমূলক কোন কিছু লেখা বা ছবি
পোস্ট করা যাবে না। যৌন সংক্রান্ত কোনো কিছু পোস্ট করা যাবে না। রাজনৈতিক কোন
কিছু পোস্ট করা যাবে না। যে পোস্ট করার কারণে মানুষের ক্ষতি হবে এরকম কোন কিছু
পোস্ট করা যাবে না। অন্য কোন পোস্ট কপি করে আপনার আইডি বা পেইজে পোস্ট করা যাবে
না।
শেষ কথাঃ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি
তাহলে আপনারা উপরের আলোচনা থেকে জানতে পারলেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি
কি। এটি ফেসবুক কিভাবে আমাদের প্রদান করে থাকে এবং আপনারা কিভাবে পেয়ে থাকেন এবং
এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আরো জানতে পারলেন এই আপডেট পাওয়ার মাধ্যমে আপনি
কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ফেসবুক কনটেন্ট মনিটাইজ এর মাধ্যমে কিভাবে
টাকা প্রদান করে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এমন একটি পলিসি যার মাধ্যমে যেকোনো ব্যক্তি তার
নিজস্ব ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ছবি, পোস্ট, রিলস্ ভিডিও, বড় ভিডিও অথবা স্টোরি
আপলোড করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এবং যে ব্যক্তি এই আপডেট পেয়ে যাবেন
তিনি যদি একটু ভালোভাবে কাজ করে থাকেন তাহলে, তার আইডি অথবা পেইজ থেকে প্রতিমাসে
লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন।
আশা করি আপনারা ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।
এছাড়া এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আরো জানতে পেরেছেন, কিভাবে কনটেন্ট
মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়, ফেসবুক মনিটাইজ টুলস গুলো কি কি, আপনি এই
আপডেট পাওয়ার যোগ্য কিনা। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ
তথ্যসমৃদ্ধ পোস্ট পাবলিস্ট করা হয়। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই
ওয়েবসাইটের সঙ্গে থাকুন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url