শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি - সবজির নাম ইংলিশ টু বাংলা

আমরা অনেকেই শাক সবজির নাম বাংলা থেকে ইংরেজি জানতে চাই। বাংলাতে সবজির নাম খুব সহজে বলতে পারলেও ইংলিশে আমরা অনেকেই বলতে পারে না। তাই এই আর্টিকেলে শাক সবজির বাংলা থেকে ইংরেজি নাম তুলে ধরা হলো।
শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি
আপনি এই আর্টিকেল পড়ার মাধ্যমে বাংলাদেশের সকল শাক সবজির নাম বাংলা থেকে ইংরেজি জানতে পারবেন। এছাড়া আরো জানতে পারবেন বারোমাসি বিভিন্ন সবজির নাম, বিভিন্ন দেশি সবজির নাম সম্পর্কে।

সূচিপত্রঃ শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি - সবজির নাম ইংলিশ টু বাংলা

শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি

আমাদের দেশের এমন অনেক ব্যক্তি আছেন যারা শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি সম্পর্কে জানেন না। তাই শাকসবজির নাম ইংলিশে কি হবে তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট বা ডিকশনারি খুজে থাকেন। কিন্তু সেখানে দুই একটি সবজির নাম জানতে পারলেও অনেক সবজির নাম পায়না, তাই এই আর্টিকেলে বিভিন্ন শাকসবজির নাম বাংলা থেকে ইংলিশে তুলে ধরা হলো।

সবজির নাম বাংলায় সবজির নাম ইংরেজিতে
আলু Potato
বেগুন Brinjal/Eggplant
টমেটো Tomato
সিম Bean
সাজিনা Drum Stick
পুঁইশাক Basil
ফুলকপি Cauliflower
বাঁধাকপি Cabbage
চাল কুমড়া Green cucumber
মিষ্টি কুমড়া Pumpkin
গাজর Carrot
শসা Cucumber
কাকরোল Sweet Bitter Gourd
মটরশুটি Green Pea
করলা Balsam Apple
পটল Pointed Gourd
শালগম Turnip
বিট Beetroot
ঢেঁড়স Lady Finger/Okra
কচু Arum Spinach
মুলা Radish
মাশরুম Mashroom
বরবটি Asparagus bean
চিচিঙ্গা Snake Gourd
কলার মোচা Plantain flower
মান কচু Arum Root
খিরাই Cucumber (Short)
ক্যাপসিকাম Capsicam
কলমি শাক Bindweed
হেলেঞ্চা শাক Cress
পেঁয়াজ Onion
রসুন Garlic
আদা Ginger
ছোলা Grum
পুদিনা পাতা Mint
কাঁচা মরিচ Green Chili
হলুদ Termeric
ধুন্দুল Zucchini
মসুর Lentils
লাল মরিচ Red Chili
কাঁচা পেঁপে Green Papaya
ধনেপাতা Coriander Leaves
ঝিঙ্গে Rige Gourd
লালশাক Red Amarnath
কচুর লতি Arum
ভুট্টা Maize
লেটুস Lettuce
ওল কচু Arum
ডাটা শাক green Amarnath
পুঁইশাক Indian Spinach

সবজির নাম বাংলা টু ইংলিশ

সবজির নাম বাংলা টু ইংলিশ সম্পর্কে জানতে হলে এই অংশটুকু সম্পন্ন পড়ুন কারণ আর্টিকেলের এই অংশে বিভিন্ন সবজির নাম বাংলা টু ইংলিশ করে এখানে দেখানো হয়েছে। এই অংশটুকু পড়ার মাধ্যমে আপনি বেশ কয়েকটি সবজির নাম বাংলা টু ইংলিশ করতে পারবেন।
 
আলু - Potato
বেগুন - Brinjal/Eggplant
পেপে - Papaya
কাঁচা পেঁপে -  Green Papaya
কাকরোল -  Sweet Bitter Gourd
শিম - Bean
মুলা - Radish
ফুলকপি - Couliflower
করলা - Balsam Apple
পটল - Pointed Gourd
লাউ বা কদু - Bottle Gourd
ঝিঙ্গে - Rige Gourd
চাল কুমড়া - Green Cucumber
মিষ্টি আলু - Sweet Potato
বাঁধাকপি - Cabbage
শালগম - Turnip
সাজনা - Drum Stick
বরবটি - Asparagus Bean
মিষ্টি কুমড়া - Pumpkin
কাঁচা কলা - Green Banana
বারোমাসি সবজির নাম জানুন

বারোমাসি সবজির নাম জানুন

বারোমাসি সবজির নাম সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি চাষ হয়। কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো বারোমাসে চাষ হয়। যদি এই সবজির নাম সম্পর্কে আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই আপনার ছাদ বাগানে অথবা বাড়ির আঙ্গিনায় এই সবজিগুলো সহজেই চাষ করতে পারবেন। চলুন তাহলে এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

আমাদের দেশে যেসব সবজি বারোমাসি চাষ হয় তার মধ্যে সর্বোচ্চ চাষ হয় বেগুন, এছাড়া বিভিন্ন এলাকায় বারোমাসি সবজি হিসেবে চাষ হয় শিম। কোন কোন এলাকায় পালং শাক, লাল শাক ও ঢেঁড়স বারোমাসি চাষ হয়। আপনি আপনার ছাদ বাগানে ঢেঁড়স চিচিঙ্গা ঝিঙ্গা করলা এগুলো আপনি বারো মাস চাষ করতে পারবেন। এছাড়াও প্রতিবছর নিত্যনতুন বিভিন্ন সবজি কিভাবে বারো মাস চাষ করা যায় তা নিয়ে গবেষণা চলছে।

দেশি সবজির নাম জানুন

আপনার ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় সবজি চাষ করার আগে সর্বপ্রথম দেশী সবজির নাম জানুন।কারণ আপনি বর্তমান সময়ে বিভিন্ন সময়ে সবজি চাষ করলেও পৃথিবীর জন্ম লগ্ন থেকে দেশি সবজির আলাদা একটি কদর বা আমাদের একটি চাহিদা আছে। কারণ দেশি সবজি হাইব্রিড সবজির চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। তাই চলুন জেনে নেওয়া যাক বেশি সবজির নামগুলো।

আমাদের দেশের দেশি সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো বেগুন, কাটুয়া ডাটা. দেশি লাল ‍মূলা, দেশি পেঁপে চাষ হয়। এছাড়াও শাকসবজি হিসেবে দেশি বধুয়া শাক,কাটানটে ও দেশি কচু শাক। গাজর, গিমা কলমি, দেশী করলা, লাউ । এসব সবজি সাধারণত আমাদের দেশে দেশি সবজি হিসেবে চাষ হয়। এই সবজিগুলো আপনি আপনার ছাদ বাগানে বা বাড়ির আঙ্গিনায় দেশি সবজি হিসেবে চাষ করতে পারবেন।
সবজির নাম বাংলা ও ইংরেজি

সবজির নাম বাংলা ও ইংরেজি

বাঙালি হিসেবে আমরা সবাই সবজির নাম বাংলাতে সহজেই বলতে পারি। কিন্তু সবজিগুলোর ইংলিশ নাম কি তা আমরা অনেকেই সঠিকভাবে বলতে পারি না। তখন আমরা বিভিন্ন ডিকশনারি অথবা গুগলের সাহায্য নেই। এ আর্টিকেলে বিভিন্ন সবজির বাংলা ও ইংরেজি নাম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এর মধ্যে কয়েকটি সবজির বাংলা ও ইংরেজি নাম এখানে উল্লেখ করা হলো।

আলু-Potato, বেগুন-Brinjal, টমেটো-tomato, সিম-Bean, সাজিনা-Drum Stick, মটরশুটি-green pea, পালং শাক-Spinach, লেটুস পাতা-lettuce, পুদিনা পাতা-Mint, শালগম-Turnip, পুঁইশাক-Basil, কাঁচা কলা-green papaya, ক্যাপসিকাম-capsicum, ওল কচু-Arum, সজনে পাতা-Drum Stick Leaves, গাজর-Carrot

শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

বাংলাদেশে কি কি সবজি আছে?
বাংলাদেশের প্রায় সকল ধরনের সবজি আছে, যেমন-আলু, বেগুন, পটল, ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটি, সিম, করলা, কাঁকরোল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রকলি, পুঁইশাক, লালশাক, ডাটা শাক, শাকনটে, ঢেঁড়স, টমেটো, মান কচু, কচুর লতি, ওলকচু।

আমাদের জাতীয় সবজির নাম কি?
আমাদের দেশের জাতীয় সবজির নাম কি এই সম্পর্কে অনেকেই জানেন না। আমরা যে সবজি খায় না কেন তার সঙ্গে অবশ্যই আলু একটি সবজি হিসেবে থাকে। তবে সবচেয়ে সুস্বাদু এবং বেশি খাওয়া হয় বেগুন। তাই আমাদের দেশে স্বাদ ও গুনগুনের তুলনায় জাতীয় শব্দ হিসেবে বেগুনকেই ধরা যায়।

শীতকালীন সবজি কি কি?
আমাদের দেশের সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় শীতকালে। শীতকালে আমাদের দেশে প্রায় সব রকমের সবজি উৎপাদন হয়। যেমন সিম, বরবটি, করলা, ফুলকপি, বাঁধাকপি, মুলা, আলু, ওলকপি, পালং শাক, লাল শাক, পুঁইশাক, টমেটো, পেঁয়াজ, ব্রকলি, মটরশুঁটি, গাজর, ধনেপাতা।

কচু শাকের ইংরেজি নাম কি?
কচু শাক এর ইংরেজি নাম হলো-Colocasia Leaves
পালং শাক - Spinach
ঢেঁকি শাক - Edible Fern
ডাটা শাক- Green Amaranth
মুলা শাক- Radish Leaves
সরিষার শাক-Mustard green

ধনিয়া ইংরেজি নাম কি
ধনিয়া ইংরেজি নাম-Coriander Seed

শেষকথাঃ শাকসবজির নাম বাংলা থেকে ইংরেজি

এই আর্টিকেলের মাধ্যমে আমরা শাক সবজির নাম বাংলা থেকে ইংরেজি সম্পর্কে জানতে পারলাম।আমাদের দেশে অনেকেই শাকসবজির নাম খুব সহজেই বাংলায় বলতে পারলেও ইংলিশে অনেকেই সঠিকভাবে বলতে পারেন না। আর এর জন্যই এই আর্টিকেলে সকল শাক সবজির নাম বাংলা ও ইংলিশে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আপনাদের মধ্যে যদি কোন ব্যক্তি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন।

তাহলে আপনি বাংলাদেশ উৎপাদিত হয় এমন সকল শাকসবজির বাংলা ও ইংরেজি নাম সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবেন। এবং এখান থেকে আপনি সমস্ত সবজির ইংরেজি নাম বানান সহ মুখস্তকরতে পারবেন। এছাড়াও এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ বারোমাসি সবজি হিসেবে কোন কোন সবজি চাষ করা যায়। আমাদের এ আর্টিকেল এর মাধ্যমে আপনারা বিভিন্ন সঠিক তথ্য জানতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url