মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে সঠিক ও কার্যকরী তথ্য
জানতে চান। তাহলে আপনি সঠিক আর্টিকেলটি পড়ছেন। কারণ আজ এই আর্টিকেলে আলোচনা করা
হবে মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সঠিক ও কার্যকরী ক্রিম
সম্পর্কে।
মেয়েদের সৌন্দর্য নষ্টের অন্যতম একটি কারণ হচ্ছে মুখে ব্রণ এবং ব্রণ পরবর্তী
দাগ। যার কারণে প্রত্যেকটি মেয়ে মুখের ব্রণ ও ব্রণ পরিবর্তে দাগ দূর করার জন্য
বিভিন্ন সমাধান খুঁজে থাকেন। এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা ব্রণ সম্পর্কে সঠিক
তথ্য পাবেন এবং মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায় সম্বন্ধে জানতে
পারবেন।
পোস্ট সূচিপত্রঃ মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
- মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
- মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
- মেয়েদের মুখে ব্রণ কেন ওঠে
- মেয়েদের কত বছর বয়সে ব্রণ হয়
- ব্রণ দূর করার জন্য কার্যকরী ক্রিমের নাম
- মুখের ব্রণের দাগ দূর করার জন্য কি নাইট ক্রিম ব্যবহার করবো
- মুখের কালো দাগ দূর করার ক্রিম
- মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সমুহের নাম
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
আমাদের দেশের অনেক নারীরা জানেনা মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
সম্পর্কে সঠিক তথ্য। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য
ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এতে করে একদিকে যেমন মেয়েদের সৌন্দর্য নষ্ট
হয়ে যায় অন্যদিকে তেমনি অনেক অর্থ অপচয় হয়। তাই এই আর্টিকেলে মেয়েদের মুখের
ব্রণ ও কালো দাগ দূর করার অত্যন্ত কার্যকরী কিছু ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হলো।
আরো পড়ুনঃ
গর্ভাবস্থায় কদবেল খাওয়ার উপকারিতা
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
১. ব্রো লাইট জেলঃ মেয়েদের মুখে ব্রণ ও কালো দাগ দূর করার জন্য অত্যন্ত
কার্যকরী জেল হল ব্রো লাইট জেল। মুখের ব্রণ ও কালো দাগ দূর করার জন্য বিভিন্ন
ধরনের ঔষধ ব্যবহার করে ফলাফল না পেলেও এটি ব্যবহার করে আপনি নিশ্চিতভাবে ফলাফল
পাবেন। আপনি যদি একবার ব্যবহার করেন আশা করি আপনি নিজেই বলবেন এটি খুবই ভালো একটি
জেল। তবে ভুল করেও এটি মুখ ছারা শরীরের অন্যান্য অংশে ব্যবহার করবেন না।
এটি শুধুমাত্র মেয়েদের মুখে ফেসওয়াশ হিসেবে ব্যবহার করার জন্য। তবে এটি
ব্যবহারের নিয়ম হলো প্রথমে এই জেল টিকে মুখে মাখিয়ে নিতে হবে। এরপর পাঁচ মিনিট
এভাবে রেখে দিতে হবে। পাঁচ মিনিট পরে অ্যালোভেরা দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে
কয়েকদিন ব্যবহার করলে দেখবেন মুখে ব্রণ হবে না এবং যেগুলো কালো দাগ রয়েছে
সেগুলো আর থাকবে না। তবে প্যাকেটের গায়ে নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে এর
ব্যতিক্রম করলে সমস্যা হতে পারে।
কারণ প্রত্যেকটি ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই ব্যবহার করার পূর্বে
অবশ্যই ব্যবহার বিধি দেখে নেবেন। তবে এই ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কিছু
সাবধানতা অবলম্বন করতে হবে।তাহলে একদিকে যেমন আপনি উপকৃত হবেন তেমনই অন্যদিকে
আপনার তেমন কোন সমস্যা হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক সাবধানতা সমূহ কি কি।
- চোখে মুখে যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
- মুখ ছাড়া অন্য কোন জায়গায় লাগানো যাবে না।
- একটা ক্রিম কিনে এক মাসের বেশি ব্যবহার করা যাবে না।
- ব্যবহার করার পর আপনার হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে।
- মুখে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা যাবে না।
- ক্রিমটি সবসময় ভালো জায়গায় রাখতে হবে যেন বেশি রোদ বা বেশি ঠান্ডা না পরে।
২. নোভা ক্লিয়ার একনি ক্রিমঃ
মেয়েদের মুখে হওয়া ব্রণ ও ব্রণ জনিত কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী আরেকটি
ক্রিমের নাম হল নোভা ক্লিয়ার একনি ক্রিম। সব ধরনের স্ক্রিনে এই পণ্যটি ব্যবহার
করা যায়। অর্থাৎ এই ক্রিমটি সকল ধরনের স্ক্রিনের জন্য প্রযোজ্য। নোভা ক্লিয়ার
একনি ক্রিম ত্বকের ভেতর স্তরে প্রবেশ করে ব্রণ দমন করতে সাহায্য করে। এই ক্রিম
নিয়মিত ব্যবহারের ফলে ভবিষ্যতে ব্রণ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না।
এই ক্রিমের মধ্যে বিশেষ যে উপাদান গুলো আছে তা হল-স্যালি সাইলিকএসিড, প্যানথোনোল
ও স্কোয়ালেন সমৃদ্ধ উপাদান । এটি আপনার মুখের ব্রণ দূর করবে ও পাশাপাশি ত্বকের
জ্বালাপোড়া বন্ধ, চুলকানি ও কালচে ভাব দূর করতে সহযোগিতা করে। এটি ব্যবহার করার
ফলের মুখ থাকে মসৃণ, সতেজ ও নমনীয়। সব সময় স্কিন থাকে উজ্জ্বল। তাই এই ক্রিমটি
ব্যবহার করার ফলে একদিকে যেমন ব্রণ হবে না অন্যদিকে আপনার ত্বক হবে অনেক সুন্দর।
নোভা ক্লিয়ার একনি ক্রিম এর ব্যবহারবিধিঃ
- প্রথমত আপনার মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
- যদি কুসুম গরম পানিতে ধুয়ে নেন তাহলে আরো ভালো হয়।
- পরিষ্কার টিস্যু দিয়ে মুখটিকে সুন্দর ভাবে মুছে নিতে হবে।
- এরপর আপনার পরিষ্কার হাতের আঙ্গুলে পরিমাণ মতো ক্রিম নিতে হবে।
- এরপর উক্ত ক্রিম আপনার মুখে সুন্দর ভাবে লাগিয়ে নিতে হয়।
- ক্রিম ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিমাণে বেশি না হয়।
- মুখ ছাড়া অন্য কোন জায়গায় এই ক্রিম ব্যবহার করা যাবে না।
- ক্রিম ব্যবহারের পর হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
৩. নোভা ক্লিয়ার একনি ক্লিনজারঃ
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে বেশ কার্যকরী একটি ক্রিম হচ্ছে নোভা
ক্লিয়ার এ্যাকনি ক্লিনজার ক্রিম। এটি ব্যবহার করার ফলে একদিকে যেমন আপনার ব্রণ ও
কালো দাগ দূর হয় অন্যদিকে আপনার ত্বক থাকে পরিষ্কার ও তেলতেলে মুক্ত। এটি
ব্যবহার করার কারণে আপনার ত্বক থাকে অত্যন্ত সতেজ। এই ক্রিমের মধ্যে থাকা এলান
টাইল ও প্যান্থেনল আপনার স্ক্রিনের ভালো ময়েশ্চারাইজেন প্রদান করতে সাহায্য করে।
এই ক্রিমটি ব্যবহার করার কারণে আপনার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণ থাকে। আর পি এইচ
নিয়ন্ত্রণে থাকার কারণে আপনার আপনার ত্বক থাকে সবসময় সতেজ ও উজ্জ্বল। যেহেতু এই
ক্রিম ব্যবহার করার ফলে আপনার ত্বকে চুলকানি ও জ্বালা পোড়া ভাব চলে যায় তাই
আপনি এই ক্রিমটি ব্যবহার করে খুবই আরাম পাবেন। আশা করি এই ক্রিমটি ব্যবহার করে
আপনি নিজেই বলবেন এই ক্রিমটি অনেক ভালো।
নোভা ক্লিয়ার একনি ক্লিনজার ক্রিম ব্যবহার বিধিঃ
- প্রথমত আপনার মুখ পরিষ্কার পানি দিয়ে ধু নিতে হবে।
- যদি কুসুম গরম পানিতে ধুয়ে নেন তাহলে আরো ভালো হয়।
- এরপর আপনার পরিষ্কার হাতের আঙ্গুলে পরিমাণ মতো ক্রিম নিতে হবে।
- এরপর উক্ত ক্রিম আপনার মুখে সুন্দর ভাবে লাগিয়ে নিতে হয়।
- ক্রিম ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিমাণে বেশি না হয়।
- মুখ ছাড়া অন্য কোন জায়গায় এই ক্রিম ব্যবহার করা যাবে না।
- ক্রিম ব্যবহারের পর হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
৪. নরম্যাকনে এন্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজিং ফেসিয়াল জেলঃ
মেয়েদের মুখে ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিমের মধ্যে অন্যতম একটি কি হচ্ছে
নরম্যাকনে এন্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজিং ফেসিয়াল জেল। এই জেলটি মুখের
জ্বালাপোড়া ছাড়াই খুবই সুন্দর ভাবে মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করে
থাকে। এই ক্রিম ব্যবহার করার আরেকটি বিশেষ গুন হচ্ছে যাদের মুখে ওয়েলি ভাব আছে
সেটা দ্রুত সেরে যাবে। এই ক্রিমটি মুখের বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের
ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে।
সাধারণত বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে মুখের ব্রণ
ও কালো দাগ দূর হলেও মুখে জ্বালাপোড়া সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।
তবে এই ক্রিমটি ব্যবহার করলে একদিকে যেমন মুখের কালো দাগ ও ব্রণ দূর হবে অন্যদিকে
মুখে কোন রকম জ্বালাপোড়া বা কোনো রকম কোনো সমস্যা হবে না। তাই মেয়েদের মুখের
ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম হিসেবে এটি খুবই কার্যকরী ও ভালো একটি ক্রিম।
৫. নরম্যাকনে একনি স্পট ট্রিটমেন্টঃ
মেয়েদের মুখে ব্রণ হওয়ার পরে বিভিন্ন কিছু ব্যবহার করার পর দেখা যায় ব্রণ চলে
যায় কিন্তু ব্রণের দাগ থেকে যায়। ব্রণের দাগ দূর করার জন্য অত্যন্ত কার্যকরি
একটি ক্রিম হলো নরম্যাকনে একনি স্পট ট্রিটমেন্ট ক্রিম। ব্রণের দাগ দূর করার
পাশাপাশি এটি স্ক্রিনের বিভিন্ন উপকারী কাজ করে থাকে। যেমন স্ক্রিনের ভেতরে মৃত
কোষগুলো সরে যায় ও নতুন নতুন কোষ তৈরি হয়। ফলে স্ক্রিন হয়ে যায় দাঁগ মুক্ত মসৃণ
ও উজ্জ্বল।
৬. ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরামঃ
ব্রণের দাগ দূর করার অন্যতম একটি ভালো ক্রিম হচ্ছে ডার্মাডিকস অ্যান্টি-একনি
সিরাম। এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে মুখের ব্রণের দাগ দূর
করতে সক্ষম হবেন। এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে আপনার মুখের ব্রণ ও ব্রণের দাগ
দূর করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন। বিশেষ করে এই
ক্রিমটি ব্যবহার করলে আপনার মুখে কোন রকম জ্বালাপোড়া বা চুলকানি ভাব দেখা যাবে
না।
৭. ওয়ান নাইট একনি প্যাচঃ
এটি এমন একটি ক্রিম যেটি কাজ করে যাদুর মত। অর্থাৎ অন্যান্য ক্রিম ব্যবহার করে
যেখানে কয়েকদিন সময় লাগে মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর হতে, সেখানে মাত্র এক
রাতের মধ্যে মুখের ব্রণ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী ক্রিম হলো এটি। এর মধ্যে
থাকা বিভিন্ন উপাদান এত দ্রুত কাজ করে যে মনে হবে ঠিক যেন ম্যাজিকের মত। এছাড়াও
এই ক্রিম ব্যবহার করার ফলে মুখের ওয়েলি ভাব দূর হয়, মুখে কোন জ্বালাপোড়া হয়
না, এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার মুখ হবে মসৃণ ও উজ্জ্বল।
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
আমাদের দেশের অনেকেই মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। কারণ ঘরোয়া উপায়ে মুখের ব্রণ ও কালো দাগ দূর
করতে একদিকে যেমন খরচ হয় খুবই সীমিত অন্যদিকে ত্বক থাকে খুবই ভালো। তাই আপনি যদি
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার উপায় সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন
তাহলে এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেকটা কাজে লাগবে। চলুন তাহলে এই সম্পর্কে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
গর্ভাবস্থায় ডালিম খাওয়ার উপকারিতা
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায় সমুহঃ
১. মুলতানি মাটিঃ
মুখের ব্রণ ও কালো দাগ দূর করার অন্যতম একটি উপায় হচ্ছে মুলতানি মাটি। সাধারণত
বেশিরভাগ ক্ষেত্রে মুখে তেলতেলে ভাব থাকার কারণে ব্রণ বেশি হয়। মুখে যদি মুলতানি
মাটি ও পানি একত্রে মিশিয়ে পেস্ট করে লাগানো যায় তাহলে মুখের ব্রণ ও কালো দাগ
সহজে দূর হয়।
২. শসার রসঃ
মুখের ব্রণ দূর করতে বেশ কার্যকরী একটি উপাদানের নাম নাম হল শসার রস। আপনি
সারাদিন বাইরে ঘোরাঘুরি করে বাসায় আসার পরে শসার রস দিয়ে মুখ ধুয়ে ফেলুন দেখুন
আপনার মুখ থেকে ব্রণ ও ব্রণের দাগ সহজেই দূর হয়ে যাবে।
৩. শসার রস, চালের গুড়া ও মধুঃ
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম একটি উপায়
হচ্ছে এটি। শসার রস এমনিতেই মুখের ব্রণ দূর করে দেয় এর পাশাপাশি যদি চালের গুড়া
ও মধু একত্রে মিশিয়ে একটি মিক্সড তৈরি করা যায় এবং সেই মিক্সড নিয়মিত ব্যবহার
করা যায় তাহলে অতি দ্রুত মুখে ব্রণ ও কালো দাগ দূর হয়ে যায়। তবে যাদের মধুতে
এলার্জি আছে তারা মধু এই মিশ্রণে মিশাবেন না।
৪. কাঁচা হলুদ ও চন্দন কাঠের গুড়াঃ
নির্দিষ্ট পরিমাণ কাঁচা হলুদ ও সমপরিমাণ চন্দন কাঠের গুড়া একত্রে মিশিয়ে নিয়ে
একটি মিক্স তৈরি করে এদিকে হালকা শুকিয়ে নিতে হবে। এরপর এই শুকনো মিশ্রণটিকে
ঠান্ডা পানিতে মিশিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তাহলে অতি সহজে মেয়েদের মুখের ব্রণ ও
কালো দাগ দূর হয়ে যাবে।
৫. আপেল ও মধুর মিশ্রণঃ
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আপেল ও মধুর
মিশ্রণ। প্রথমে আপেল কেটে পেস্ট করে নিতে হবে এরপর এর মধ্যে চার থেকে ছয় ফোটা
মধু দিতে হবে। এই মিশ্রণটিকে মুখে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর ঠান্ডা
পানিতে ধুয়ে ফেলতে হবে। দেখবেন খুবই দ্রুত আপনার মুখের ব্রণ ও কালো দাগ দূর হয়ে
গেছে।
৬. তুলসী পাতার রসঃ
মুখের ব্রণ দূর করতে তুলসী পাতার রস খুবই কার্যকর একটি পাতা। আপনার মুখের যে অংশে
ব্রণ হয়েছে সে অংশে তুলসী পাতার রস ভালোভাবে লাগিয়ে নিন। এরপর উক্ত স্থানে
তুলসী পাতার রস শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানিতে আপনার মুখমন্ডল ভালোভাবে
ধুয়ে নিন এরপর দেখুন ম্যাজিকের মত আপনার মুখ থেকে ব্রণ দূর হয়ে গিয়েছে।
৭. দারুচিনির গুঁড়া ও গোলাপজলঃ
গোলাপজল এমনিতেই মুখের ব্রণ দূর করতে সাহায্য করে, এর পাশাপাশি যদি দারুচিনি
গুড়া মিশিয়ে নেওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। দারুচিনির গুড়া ও গোলাপজল
একত্রে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি মুখে মাখিয়ে নিয়ে
২০ মিনিট অপেক্ষা করুন এরপর মুখমন্ডল ধুয়ে ফেলুন দেখুন দ্রুত আপনার মুখের ব্রণ ও
কালো দাগ দূর হয়ে যাবে।
৮. ডিমের সাদা অংশঃ
রাতে ঘুমানোর আগে মুখের যে অংশে ব্রণ হয়েছে সে অংশে ডিমের সাদা অংশ লাগিয়ে
সারারাত রেখে দেন, এরপর সকালে উঠে মুখ মন্ডলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, এরপর
দেখুন আপনার মুখ থেকে ব্রণ দূর হয়ে যাবে।
৯. পেঁপে ও চালের গুড়াঃ
এক কাপ পরিমাণ পাকা পেঁপের পেষ্ট ও অল্প পরিমাণ পাতিলেবুর রস ও এক কাপ পরিমাণ
চালের গুড়া একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। উক্ত পেস্ট মুখে ২০ মিনিট
লাগিয়ে রাখুন এরপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন খুব সহজেই আপনার মুখের
ব্রণ দূর হয়ে গেছে।
১০. পুদিনা পাতাঃ
অতিরিক্ত গরম আবহাওয়া হওয়ার কারণে অনেক সময় মুখে ব্রণ বের হয়। এ ধরনের ব্রণ
দূর করার জন্য পুদিনা পাতা ভালোভাবে বেটে নিয়ে উক্ত বাটা অংশটুকু মুখে ২০ মিনিট
লাগিয়ে রাখুন এরপর পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখ থেকে
দ্রুত ব্রণ ও ভ্রনের দাগ দূর হয়ে গেছে।
মেয়েদের মুখে ব্রণ কেন ওঠে
আমাদের দেশের প্রায় প্রত্যেক মেয়েরই একই প্রশ্ন আর সেটি হচ্ছে মেয়েদের মুখে
ব্রণ কেন ওঠে।মেয়েদের মুখে ব্রণ কেন ওঠে কিভাবে ওঠে চলুন এই বিষয়ে কিছুটা তথ্য
জেনে নেওয়া যাক। মেয়েদের মুখে ব্রণ ওঠার মূল যে কারণ তা হচ্ছে ত্বকের যত্ন না
নেওয়া ও হরমোন জনিত সমস্যা। এছাড়াও জীবানুর সংক্রমণ, অতিরিক্ত দুশ্চিন্তা,
তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘুম না হওয়া বা পর্যাপ্ত ঘুম না পারা,
অতিরিক্ত শরীর ঘামলে মুখে ব্রণের সমস্যা হতে পারে।
মেয়েদের কত বছর বয়সে ব্রণ হয়
মেয়েদের কত বছর বয়সে ব্রণ হয় এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চান। চলুন এই
বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়া যাক। সাধারণত মেয়েদের বয়সন্ধিকাল থেকে ব্রণের
আগমন শুরু হয়, ছেলেদের ক্ষেত্রে আরেকটু পরে হলেও মেয়েদের ক্ষেত্রে একটু আগেই
শুরু হয়। সাধারণত মেয়েদের ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত মুখে ব্রণ ওঠে। এরপর মেয়েদের
মুখে ব্রণ উঠা অনেকটাই কমে যায় বা অনেক ক্ষেত্রে উঠে না।
ব্রণ দূর করার জন্য কার্যকরী ক্রিমের নাম
যারা ব্রণ সমস্যায় জর্জরিত তারা ব্রণ দূর করার জন্য কার্যকরী ক্রিমের নাম
সম্পর্কে জানতে চান। কারণ মুখের উপর ব্রণ উঠা খুবই কষ্টকর একটা বিষয়। তাই চলুন
জেনে নেওয়া যাক ব্রণ দূর করার কার্যকরী ক্রিমের নাম সম্পর্কে সঠিক তথ্য। বাজারে
বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় মুখের ব্রণ দূর করার জন্য তার মধ্যে সবচেয়ে
বেশি কার্যকরী সেগুলো হল-
ব্রণ দূর করার জন্য কার্যকরী ক্রিমের নামঃ
- ব্রো লাইট জেল
- নোভাক্লিয়ার একনি ক্রিম
- নোভাক্লিয়ার একনি ক্লিনজার
- নরম্যাকনে এন্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজিং ফেসিয়াল জেল
- নরম্যাকনে একনি স্পট ট্রিটমেন্ট
- ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরাম
- ওয়ান নাইট একনি প্যাচ
মুখের ব্রণের দাগ দূর করার জন্য কি নাইট ক্রিম ব্যবহার করবো
আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই জিজ্ঞেস করে থাকেন মুখের ব্রণের দাগ দূর করার জন্য
কি নাইট ক্রিম ব্যবহার করবো। এ সম্পর্কে সঠিক তথ্য না জানার থাকার কারণে অনেক
সময় অনেক টাকা খরচ করেও মুখে ব্রণের দাগ দূর হয় না। তাই এই সম্পর্কে সঠিক তথ্য
চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে বাজারে মুখের ব্রণের দাগ দূর করার জন্য বিভিন্ন
ধরনের নাইট ক্রিম পাওয়া গেলেও এদের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এন্টি
একনে নাইট ক্রিম। এই নাইট ক্রিমটি ব্যবহার করার ফলে আপনার মুখে ব্রণের দাগ সহজে
দূর হয়ে যাবে।
মুখের কালো দাগ দূর করার ক্রিম
বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ নারীরা মুখের কালো দাগ নিয়ে বেশ চিন্তিত তাই
তারা জানতে চান মুখের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে। যদি এই সম্পর্কে সঠিক
তথ্য তারা পেয়ে যান তাহলে খুব সহজে তাদের মুখের কালো দাগ দূর করতে পারবেন। তাই
চলুন জেনে নেওয়া যাক মুখের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে সঠিক তথ্য।
বর্তমানে বাজারে যেসব ক্রিম পাওয়া যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে যে
ক্রিম তা হল গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস সেরাম ক্রিম। এটি ব্যবহার করে
আপনি আপনার মুখে কালো দাগ দূর করতে পারবেন।
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
দুইদিনে ব্রনের কালো দাগ দূর করার উপায়?
আপনার মুখের ব্রণের দাগ কিভাবে দুই দিনে দূর করবেন চলুন সে বিষয়ে জেনে আসি,
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাত্র দুই দিনে আপনি ব্রণের দাগ দূর করতে পারবেন। এর
জন্য আপনাকে যা করতে হবে তা হল দিনে অন্ততপক্ষে দুই থেকে তিনবার তাদের লেবুর রস,
বেকিং সোডার পেস্ট অথবা এলোভেরা জেল লাগান। এভাবে পর্যায়ক্রমে দুইদিন মিশ্রণটি
ব্যবহার করে দেখুন দ্রুত মুখের ব্রণের দাগ দূর হয়ে যাবে।
ব্রণ ও কালো দাগ দূর করার লোশন?
ব্রণ ও কালো দাগ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি লোশনের নাম হচ্ছে রেটিনল।
এর মধ্যে যে উপাদান গুলো আছে এগুলি মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে অত্যন্ত
কার্যকরি ভূমিকা পালন করে থাকে। তাই যদি আপনার মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে
চান তাহলে আজই এটি ব্যবহার শুরু করতে পারেন।
কসমোট্রেইন ক্রিম এর কাজ কি?
মূলত এই ক্রিমটি হল ভিটামিন এ এর মত। এটি ব্যবহার করার কারণে মুখে ওয়েলি ভাব দূর
হয়ে যায়। ত্বকের ভিতরের অযাচিত ছিদ্র বন্ধ হয়ে যায়। ত্বকে কোন ব্রণ হয় না এবং
ত্বক থাকে কোমল পরিষ্কার ও উজ্জ্বল।
একদিনে ব্রনের দাগ দূর করার উপায়?
আপনার ত্বক থেকে একদিনে কিভাবে ব্রনের দাঁগ দূর করবেন চলুন এই বিষয়ে জেনে নেওয়া
যাক। মাত্র একদিনে আপনার ত্বক থেকে ব্রণের দাগ দূর করা সম্ভব তাও আবার সম্পন্ন
ঘরোয়া উপায়ে। আপনার ব্রণের দাগগুলোতে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করুন, এরপর ৩০
মিনিট রেস্ট করুন, ত্রিশ মিনিট পর আপনার মুখটিকে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন।
এরপর তাজা লেবুর রস ব্রনের উপর ভালোভাবে মাখিয়ে নিন কিছুক্ষণ পর এটিকে ঠান্ডা
পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রাতা রাতি ব্রণ দূর করার উপায়?
রাতারাতি ব্রণ দূর করার জন্য আপনার মুখমন্ডল কে হালকা কুসুম গরম পরিষ্কার পানিতে
ধুয়ে ফেলুন। এরপর তুলোর সাথে হালকা নিম পাতার রস মিশিয়ে নিয়ে উক্ত নিম পাতা
ব্রনের জায়গায় ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে সারা রাত রেখে দিন যেন নিম পাতার রস
ব্রণের ভিতরে ঢুকে সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। পরবর্তীতে সকালবেলা
পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর দেখুন এক রাতের মধ্যে আপনার
মুখের ব্রণ দূর হয়ে যাবে।
শেষ কথাঃ মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সমুহের নাম
আমাদের দেশের মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সমুহের নাম সম্পর্কে
জানার ইচ্ছা থাকলেও অনেকেই সঠিক তথ্যের অভাবে, সঠিকভাবে এই সমস্যা থেকে মুক্তি
পায় না। আজকের এই আর্টিকেলের মাধ্যমে নিশ্চয় আপনারা জানতে পেরেছেন মেয়েদের
মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে। বাজারে বিভিন্ন ধরনের ক্রিম
পাওয়া যায় তবে তার মধ্যে উপরের যে ক্রিম গুলোর নাম উল্লেখ করা আছে সেগুলো
সবচেয়ে বেশি কাজ করে এবং নিরাপদ।
এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আরো জানতে পারলেন মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ
দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে, মেয়েদের মুখে ব্রণ কেন হয়, রাতারাতি কিভাবে
মুখের ব্রণ দূর করা যায়, কত বছর বয়স থেকে মেয়েদের মুখের ব্রণ হয়, মুখের ব্রণ
ও ব্রণের দাগ নিরাময়ের জন্য সঠিক উপায় কি। আমাদের এই ওয়েবসাইটে এরকম প্রতিদিন
বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ পোস্ট পাবলিশ করা হয়। তাই সকল
গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url