বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম
আমাদের দেশের অনেক প্রবাসী ভাই-বোনেরা আছেন যারা বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর
সহজ নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জানেন না। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন
বিভ্রান্তির শিকার হয়ে থাকেন।তাই এই আর্টিকেলে বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ
নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
যদি আপনি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর
বিভিন্ন তথ্য সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে ভালোভাবে বুঝতে পারবেন। এই আর্টিকেলের
মাধ্যমে আপনি আরো জানতে পারবেন নগদ অ্যাপ ব্যবহার করা কতটা নিরাপদ।
পোষ্ট সূচিপত্রঃ বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম
- বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম
- বিদেশ থেকে নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়
- নগদ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়
- নগদ ব্যবহারের অসুবিধা কি
- নগদ অ্যাপ কতটা নিরাপদ
- নগদে ক্যাশ আউট চার্জ কত
- কোন কোন দেশ থেকে নগদ এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন
- বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম
আমাদের দেশের অনেক মানুষই বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম সম্পর্কে জানতে
চান। কারণ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে শ্রমিক হিসেবে কাজ করে। মাস শেষে
বেতন পাওয়ার পরে তারা পরিবারের নিকট টাকা পাঠিয়ে থাকে। এমন অনেকেই প্রশ্ন
করেছেন বিদেশ থেকে নগদে টাকা পাঠানো নিয়ম সম্পর্কে। যদি এই বিষয়ে আপনার সঠিক
ধারণা থাকে তাহলে আপনি খুব সহজেই বিদেশ থেকে নগদে টাকা আপনার পরিবারের কাছে
পাঠাতে পারবেন।
আরো পড়ুনঃ
বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
নগদে টাকা পাঠানোর মাধ্যমে সবথেকে বড় যে সুবিধা পাওয়া যায় তাহলো সরাসরি আপনার
পরিবারের মোবাইল নম্বরে টাকাগুলো এসে জমা হয়। আপনার পরিবার যখন খুশি নগদ অ্যাপ
ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন। এক্ষেত্রে টাকা তোলার জন্য
ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন হয় না। নিকটবর্তী যে কোন নগদ এজেন্ট থেকে সহজে
টাকা পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ
নিয়ম সম্পর্কে।
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়মঃ
- বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনি যে দেশে থাকেন সেই দেশের নগদের আউটলেট এজেন্ট খুঁজে বের করতে হবে।
- অথবা ওই দেশের যে ব্যাংকের সাথে নগদের এমটিও করা আছে সেই ব্যাংকটিকে আপনাকে খুজে নিতে হবে।
- আপনি আপনার দেশের যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি কনফার্ম করতে হবে।
- এরপর যে নামে নগদ একাউন্ট খোলা হয়েছে সেই নাম সহ যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
- আপনার দেওয়া তথ্য কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে সঠিক হলে আপনার টাকাটি উক্ত নম্বরে তারা পাঠিয়ে দেবে।
- টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে প্রাপক তার মোবাইল ফোনে একটি মেসেজ পাবেন, যেখানে টাকা পরিমাণ উল্লেখ থাকবে।
- উক্ত মেসেজ পাওয়ার পর প্রাপক অবশ্যই তার রেমিটেন্স একাউন্ট ব্যালেন্স অবশ্যই চেক করে নিতে নিতে হবে।
- টাকা পাঠানোর পর যে এজেন্ট এর মাধ্যমে টাকা পাঠানো হয়েছে সেই এজেন্ট এর নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে।
- এছাড়াও ওই দেশে যেসব মানি এক্সচেঞ্জ হাউজ আছে সেসব মানি এক্সচেঞ্জ হাউসের খোঁজ নিতে হবে তাদের সাথে নগদের কোন চুক্তি আছে কিনা, যদি থাকে তাহলে ওই মানি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে দেশে থাকা নগদ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
- টাকাগুলো নিরাপদে পৌঁছানোর জন্য আপনার দেওয়া মোবাইল নম্বর ঠিক আছে কিনা, যে নামে পাঠাবেন সেই নাম ঠিক আছে কিনা ও অন্যান্য যাবতীয় তথ্য ঠিক আছে কিনা ভালো করে দেখে নিতে হবে।
- একই নিয়মে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের নগদ অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
- আপনি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বার সচল আছে কিনা, সেই অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার্ড বা ভ্যালিড কিনা অবশ্যই যাচায় করে নিতে হবে।
- এভাবে আপনি বিদেশ থেকে নগদ অ্যাপ এর মাধ্যমে আমাদের দেশে টাকা পাঠাতে পারবেন।
বিদেশ থেকে নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়
আপনারা অনেকেই জানতে চান বিদেশ থেকে নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়। বর্তমানে
আমাদের বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। যার কারণে ব্যাংকিং চ্যানেল ছাড়াও
বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স দেশে পাঠানো যায়। যার মধ্যে একটি
হলো নগদ অ্যাপ।বর্তমানে এটি বাংলাদেশের বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ক্যাশ আউট
চার্জ কম হওয়ার কারণে।কারণ যেখানে অন্যান্য অ্যাপস-এ প্রতি হাজারে ১৪ টাকা কাটা
হয় সেখানে নগদে কাঁটা হয় মাত্র ১০ টাকা।
আরো পড়ুনঃ
বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
আমাদের দেশের এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা নগদ অ্যাপের মাধ্যমে দেশে টাকা বাড়াতে চান। কিন্তু তারা অনেকেই জানেন না বিদেশ থেকে নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়। তাই চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমানে নগদ অ্যাপের নিয়ম অনুযায়ী একজন রেমিটেন্স যোদ্ধা একবারে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। তবে কোনোভাবেই একবারে এরচেয়ে বেশি টাকা পাঠানো যাবে না। বিকাশ অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত পাঠানো যায়।
নগদ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়
নগদ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চান।
বর্তমানে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো নগদ অ্যাপ।
ক্যাশ আউট চার্জ কম হওয়ার কারণে বেশিরভাগ মানুষ নগদ অ্যাপ ব্যবহার করে টাকা আদান
প্রদান করে থাকে। এতে করে একদিকে যেমন খরচ কম অন্যদিকে মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত
ব্যক্তি টাকা পেয়ে থাকেন। নগদ অ্যাপ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় চলুন
জেনে নেওয়া যায়।
নগদ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়ঃ
- ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।
- মাত্র কয়েক মিনিটের মধ্যে বিদেশ থেকে দেশে টাকা চলে আসে।
- খুব সহজে টাকা রিসিভ করা যায়।
- যে কোন সময় যেকোনো জায়গা থেকে টাকা উত্তোলন করা যায়।
- নিকটবর্তী স্থান থেকে টাকা উত্তোলন করা যায় বলে নিরাপত্তা বেশি পাওয়া যায়।
- ২.৫ % হারে বোনাস পাওয়া যায়।
- যখন যতটুকু প্রয়োজন ততটুকু টাকা উত্তোলন করা যায়।
- ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না।
নগদ ব্যবহারের অসুবিধা কি
নগদ অ্যাপ ব্যবহারের সুবিধা আমরা কম বেশি সবাই জানি কিন্তু নগদ ব্যবহারের অসুবিধা
কি এটাও আমাদের জানা প্রয়োজন। কারণ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই যেমন সুবিধা
আছে তেমন কিছু অসুবিধা আছে। নগদ অ্যাপ ব্যবহার করে আপনি কি কি সমস্যায় পড়তে
পারেন বা অসুবিধাই করতে পারেন তা আমাদের সবারই অবশ্যই জানা প্রয়োজন। চলুন তাহলে
জেনে নেওয়া যাক নগদ অ্যাপ ব্যবহারের অসুবিধা কি।
আরো পড়ুনঃ
বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার টাকা এর ওপরে টাকা পাঠানো যায় না।
- সরকারি খাতে কোন রেমিটেন্স যোগ হয় না।
- নাম্বার ভুল হওয়ার কারণে টাকা অন্য কারো একাউন্টে যেতে পারে।
- পিন নাম্বার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- বিদেশে নগদের এজেন্ট খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার।
নগদ অ্যাপ কতটা নিরাপদ
নগদ অ্যাপ কতটা নিরাপদ এই বিষয়টি আমাদের সকলেরই জানা প্রয়োজন। কারণ বর্তমান
সময়ে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নগদ অ্যাপ। তাই
স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে নগদ অ্যাপ আমাদের জন্য কতটা নিরাপদ। নগদ অ্যাপ মূলত
একটি মোবাইল ব্যাংকিং। এই অ্যাপসের মাধ্যমে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায়
বা এক দেশ থেকে অন্য দেশে টাকা আদান প্রদান করা যায়।
প্রতিটি
একাউন্টের একটি গোপনীয় পিন নাম্বার থাকে। যে পিন নাম্বার ব্যবহার করে টাকা
পাঠানো ও উত্তোলনসহ বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই পিন নম্বরটি যতক্ষণ আপনার
নিকট থাকবে অর্থাৎ অন্য কেউ জানবে না ততক্ষণ এই অ্যাপটি আপনার জন্য নিরাপদ।
কিন্তু আপনার নগদ অ্যাপের পিন নাম্বার যদি কেউ জেনে যায় সে ক্ষেত্রে এই অ্যাপসটি
সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে দাঁড়ায়। তাই মনে রাখতে হবে পিন নাম্বার কখনো কারো
সঙ্গে শেয়ার করা যাবে না।
অনেক সময় বিভিন্ন প্রতারক চক্র আপনাকে
বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার পিন নাম্বার নিতে চাইবে। আপনি নিজের কাজ ব্যতীত
কখনোই কাউকে পিন নাম্বার দিবেন না। যদি ভুল করে একবার পিন নাম্বার দিয়ে ফেলেন
তাহলে তারা আপনার পিন নাম্বার ব্যবহার করে সমস্ত টাকা তুলে নিতে পারে।অথবা এই
ধরনের অ্যাপ বিভিন্ন সময় বিভিন্ন হ্যাকাররা হ্যাক করে থাকে। যার ফলে এই ধরনের
অ্যাপ একেবারেই শতভাগ নিরাপদ নয়।
নগদে ক্যাশ আউট চার্জ কত
যারা নগদ অ্যাপ ব্যবহার করতে চান তারা এই বিষয়টিও জানতে চান নগদে ক্যাশ আউট
চার্জ কত।আমাদের দেশে সর্বপ্রথম বিকাশ মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করলেও
বর্তমানে অন্যান্য অ্যাপের পাশাপাশি নগদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর নগদ অ্যাপ
জনপ্রিয় হয়ে ওঠার মূল যে কারণ তা হলো ক্যাশ আউট চার্জ। যেখানে অন্যান্য মোবাইল
ব্যাংকিং অনেক বেশি ক্যাশ আউট চার্জ নিয়ে থাকেন।সেখানে সবাইকে চমক দেখিয়ে নগদ
সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ নিয়ে থাকেন।
শুরুতে এই অ্যাপসটি ক্যাশ
আউট চার্জ ১২ টাকা ৫০ পয়সা নিলেও বর্তমানে এর ক্যাশ আউট চার্জ হচ্ছে প্রতি
হাজারে ১০ টাকা। অর্থাৎ হাজারে মাত্র দশ টাকা খরচ করে আপনি প্রতিদিন ২ লক্ষ ৫০
হাজার টাকা লেনদেন করতে পারবেন বিশেষ করে বিদেশ থেকে পাঠাতে পারবেন। যেখানে
অন্যান্য অ্যাপস ১৫ থেকে ১৮ টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে। তাই আপনি যদি সবচেয়ে
ক্যাশ আউট চার্জ কম দিয়ে লেনদেন করতে চান তাহলে নগদ অ্যাপ ব্যবহার করুন।
কোন কোন দেশ থেকে নগদ এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন
বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন কোন দেশ থেকে নগদ এর মাধ্যমে টাকা
পাঠাতে পারবেন এই বিষয়ে সবার জেনে রাখা ভালো। কারণ আমাদের দেশ থেকে এখন বিশ্বের
অনেক দেশেই মানুষ শ্রমিক হিসেবে যাচ্ছেন এবং পরিবারের জন্য টাকা পাঠাচ্ছেন। এখন
প্রশ্ন হচ্ছে আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকে আমাদের দেশের টাকা পাঠানো যাবে
কিনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন দেশ থেকে নগদের মাধ্যমে টাকা পাঠানো
যায়।
কোন কোন দেশ থেকে নগদ এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তার তালিকাঃ
ক্রমিক নং | দেশের নাম | ক্রঃ নং | দেশ এর নাম |
---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ২৬ | লিচেনস্টাইন |
২ | অস্ট্রিয়া | ২৭ | লিথুনিয়া |
৩ | বাহরাইন | ২৮ | লুস্কেমবার্গ |
৪ | বেলজিয়াম | ২৯ | মালটা |
৫ | বুলগেরিয়া | ৩০ | মালয়েশিয়া |
৬ | কানাডা | ৩১ | নেদারল্যান্ড |
৭ | ক্রোয়েশিয়া | ৩২ | নিউজিল্যান্ড |
৮ | সাইপ্রাস | ৩৩ | নরওয়ে |
৯ | চেক প্রজাতন্ত্র | ৩৪ | ওমান |
১০ | ডেনমার্ক | ৩৫ | পোল্যান্ড |
১১ | ইস্তোনিয়া | ৩৬ | পর্তুগাল |
১২ | ফিনল্যান্ড | ৩৭ | কাতার |
১৩ | ফ্রান্স | ৩৮ | রোমানিয়া |
১৪ | জার্মানি | ৩৯ | স্লোভাকিয়া |
১৫ | জিব্রেল্টার | ৪০ | স্লভেনিয়া |
১৬ | গ্রীস | ৪১ | সৌদি আরব |
১৭ | হাঙ্গেরি | ৪২ | সিঙ্গাপুর |
১৮ | হংকং | ৪৩ | সাউথ আফ্রিকা |
১৯ | আইসল্যান্ড | ৪৪ | দক্ষিণ কোরিয়া |
২০ | আয়ারল্যান্ড | ৪৫ | স্পেন |
২১ | আইল অফ ম্যান | ৪৬ | সুইডেন |
২২ | ইতালি | ৪৭ | সুইজারল্যান্ড |
২৩ | জাপান | ৪৮ | ইউ এ ই |
২৪ | কুয়েত | ৪৯ | ইউ কে |
২৫ | লাটভিয়া | ৫০ | ইউ এস এ |
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর সহজ নিয়ম সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
নগদ অ্যাপ কোন কোন দেশে ব্যবহার করা যায়?
নগদ অ্যাপ আপনি আপাতত
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই দুটি দেশে ব্যবহার করতে পারবেন। এই দুটি দেশের
মধ্যে টাকা লেনদেন করতে পারবেন তবে আন্তর্জাতিক কোন লেনদেন করতে পারবেন
না।পর্যায়ক্রমে এটি বিভিন্ন দেশে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও
সারা বিশ্বের প্রায় ৫০ টি দেশে নগদের এজেন্ট আছে। যার মাধ্যমে আপনি ওসব দেশ থেকে
বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।
আমি কি বিদেশ থেকে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবো?
নগদ হলো টাকা লেনদেনের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। বাংলাদেশসহ
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশে ব্যবহার করা যাবে। তাছাড়া আপনি
অন্যান্য দেশ থেকে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তবে সেই দেশের বিভিন্ন
ব্যাংকের সাথে নগদ অ্যাপ এর চুক্তি আছে, যার কারণে আপনি ঐসব এজেন্টের মাধ্যমে ওই
দেশ থেকে বাংলাদেশের টাকা পাঠাতে পারবেন। কিন্তু এই অ্যাপ ব্যবহার করে আপনি কোন
কাজ করতে পারবেন না।
নগদে কি বিদেশ থেকে টাকা পাঠানো যায়?
আপনি অবশ্যই নগদ অ্যাপ এর মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশের টাকা পাঠাতে
পারবেন। তবে সেটা সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এর চেয়ে
বেশি টাকা পাঠাতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকের সহযোগিতা নিতে হবে। কারণ বেশি অংকের
টাকা একমাত্র ব্যাংক ছাড়া কোনোভাবে পাঠানো সম্ভব নয়।
অ্যাপ ছাড়া নগদ ব্যালেন্স চেক?
অ্যাপ ছাড়াই আপনার মোবাইল থেকে নগদ এর ব্যালেন্স চেক করা যায় জানেন কি।
না জানলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনার ফোনে নগদ অ্যাপ না থাকে তাহলে ডায়াল
অপশনে গিয়ে টাইপ করুন *167# । এই অক্ষর গুলো ডায়াল করলে আপনার নগদের বিভিন্ন
অপশন চলে আসবে। সেখান থেকে ব্যালেন্স চেক নামক একটা অপশন আসবে। ওখানে ক্লিক করার
পরে আপনাকে পিন নাম্বার টাইপ করতে হবে। সঠিকভাবে পিন নাম্বার টাইপ করে আপনার নগদে
থাকা ব্যালেন্স চেক করতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে কি পেমেন্ট করা যায়?
অবশ্যই নগদ অ্যাপ দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে সেটা বাংলাদেশের
বাজারে। আমাদের দেশে বিভিন্ন দোকানে বা বাজারে কোন কিছু কেনার পরে যদি আপনার কাছে
ক্যাশ টাকা না থাকে তাহলে আপনি নগদ অ্যাপ ব্যবহার করে সেখানে পেমেন্ট করতে
পারবেন। বর্তমানে নগদ অ্যাপ এর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে আপনি
যে কোন জায়গাতে সহজে নগদ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
শেষ কথাঃ বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
উপরের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
সম্পর্কে। বিদেশ থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে বর্তমানে বেশ জনপ্রিয় অবস্থানে আছে
নগদ অ্যাপ।কারণ আমাদের দেশে যেসব মোবাইল ব্যাংকিং আছে তার মধ্যে সবচেয়ে কম খরচে
ক্যাশ আউট করা যায় এই নগদ অ্যাপ ব্যবহার করে। তাই আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা
তাদের পরিবারের নিকট কিভাবে নগদ এর মাধ্যমে টাকা পাঠাবেন সে সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে।
আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা আরো জানতে
পারলেন, বিদেশ থেকে নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়, নগদে ক্যাশ আউট খরচ কত,
নগদ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, নগদ ব্যবহার করার সতর্কতা সম্পর্কে।
আপনারা খুব সহজে বিদেশ থেকে নগদ অ্যাপের মাধ্যমে আপনার পরিবারের নিকট টাকা পাঠাতে
পারবেন এবং আপনার পরিবার অত্যন্ত নিরাপত্তার সাথে সেই টাকাগুলো উত্তোলন ও ব্যবহার
করতে পারবেন।
লেখক হিসেবে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা
নগদের মাধ্যমে অতি অল্প খরচে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন। তবে অবশ্যই মনে
রাখতে হবে আমাদের দেশের অনেক প্রতারক চক্র আছেন, যারা আপনার সাথে মিশে আপনার নগদ
অ্যাপের পিন নাম্বার নিয়ে আপনার নগদ একাউন্ট থেকে সম্পূর্ণ টাকা নিয়ে নিতে
পারে। তাই কোনভাবেই কাউকে পিন নাম্বার শেয়ার করবেন না। আমাদের এই আর্টিকেলে
প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সমৃদ্ধ পোস্ট পাবলিশ করা হয়। এরকম গুরুত্বপূর্ণ ও তথ্য
সমৃদ্ধ পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url