লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024 অথবা গেম খেলে টাকা আয় App সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে আলোচনা করা হবে ২০২৪ সালে লুডু গেম খেলে বিকাশে টাকা আয় সম্পর্কে বিস্তারিত।
বর্তমানে আমাদের দেশে অনলাইনে ইনকামের অনেক সুযোগ আছে। এর মধ্যে সব থেকে সহজ
ইনকামের উপায় হচ্ছে গেম খেলে টাকা আয়। অর্থাৎ আপনি অনলাইনে গেম খেলার মাধ্যমে
যেমন বিনোদন পাবেন। এর পাশাপাশি আপনি এখান থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করতে
পারবেন।
পোস্ট সূচিপত্রঃ লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024 - গেম খেলে টাকা আয় App
- লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024
- গেম খেলে টাকা আয় App
- গেম খেলে টাকা আয় বিকাশে 2024
- গেম খেলে টাকা আয় করার অ্যাপস
- গেম খেলে টাকা আয় নগদে
- গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪
- ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম
- বাবুল গেম খেলে টাকা ইনকাম
- কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে
- শেষ কথাঃ বিকাশে পেমেন্ট ২০২৪ লুডু গেম খেলে টাকা আয়
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024। বর্তমান সময়ে সারা বিশ্বে অনলাইন
ইনকাম হচ্ছে অন্যতম একটি প্লাটফর্ম। আপনি অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে
পারবেন। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করা। তাও আবার
লুডু খেলা। অর্থাৎ আপনি অনলাইনে লুডু খেলার মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত
আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটাও কি সম্ভব। সেক্ষেত্রে আমার উত্তর হবে অবশ্যই
সম্ভব। কারণ আপনি মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে সময় না নষ্ট করে যদি অনলাইনে
লুডু গেম খেলেন, তাহলে নিশ্চিতভাবে প্রতিমাসে লাখ টাকা আয় করতে পারেন। এক্ষেত্রে
কিভাবে অনলাইনে লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট পাওয়া যায় চলুন বিস্তারিত
জেনে নেওয়া যাক।
১. যদি আপনি প্রতিদিন অনলাইনে লুডু গেম খেলে ম্যাচ
জিতেন। তাহলে আপনাকে ওই apps এর পক্ষ থেকে কিছু কয়েন প্রদান করবে। এভাবে আপনার
অ্যাকাউন্টে অনেকগুলো কয়েন জমা হলে সেগুলোকে আপনি ডলারে কনভার্ট করে প্রতি মাসে
টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই টাকা আপনি বিকাশে নিতে পারবেন।
২. লুডো
গেম কর্তৃপক্ষ অনেক সময় প্রতিমাসে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এসব
টুর্নামেন্টে আপনার যদি অংশগ্রহণ করেন এবং টুর্নামেন্ট সেরা হোন। অথবা ম্যাচ বাই
ম্যাচ জিতেন। তাহলে শেষ পর্যায়ে আপনি ম্যাচ উইনার বা টুর্নামেন্ট সেরা হওয়ার
কারণে আপনি এখান থেকে অনেক টাকা পাবেন বিকাশ একাউন্টের মাধ্যমে।
৩. আপনি
যদি লুডু গেম খেলার এক্সপার্ট হন এবং ভালো খেলতে পারেন। তাহলে খেলার সময় আপনার
খেলার অংশগুলো ভিডিও করে রেখে, পরবর্তীতে এই ভিডিওগুলো ফেসবুক বা youtube-এ নিয়মিত
আপলোড করার মাধ্যমে প্রতি মাসে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তবে ফেসবুক ও
ইউটিউব থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন না এক্ষেত্রে আপনাকে ব্যাংক
অ্যাকাউন্ট থাকতে হবে।
৪. সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে ফেসবুকের
মাধ্যমে বিভিন্ন ধরনের লুডু খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ
করার মাধ্যমে আপনি আয় করতে পারেন। তবে এখানে অংশগ্রহণ করার জন্য আপনাকে নির্দিষ্ট
পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। ধরুন আপনি ১০০০ টাকা ইনভেস্ট করে এই টুর্নামেন্টে
অংশগ্রহণ করলেন।
৫. এরপর আপনি ওই ম্যাচ জিতলেন। তাহলে আপনি ওই ম্যাচ
থেকে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। কারণ লুডু খেলায় তিন থেকে চারজন
অংশগ্রহণকারী এর প্রয়োজন হয়। তাই স্বাভাবিকভাবে সবাই ১০০০ টাকা করে ইনভেস্ট করলে
আপনি ওই ম্যাচ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
৬. অনলাইনে
লুডু খেলে টাকা আয় করার জন্য আপনাকে যেকোনো একটি লুডু গেম ইন্সটল করে নিতে হবে।
এরপর ওখানে আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। সেইসাথে আপনার বিকাশ একাউন্ট
এখানে যোগ করে নিতে হবে।
৭. এরপর আপনাকে অনলাইনে বিভিন্ন টুর্নামেন্টে
অংশগ্রহণ করতে হবে ইনভেস্ট করার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি প্রতি ম্যাচ এর জন্য ১০০
টাকা ইনভেস্ট করেন ম্যাচ জেতার কারণে ওই ম্যাচ থেকে আপনি ২০০-৪০০ টাকা পর্যন্ত
পাবেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন লুডু গেম খেলে টাকা আয়
বিকাশে পেমেন্ট পাওয়া যাবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। কোন কোন লুডু
গেম খেলে প্রতি মাসে লাখ টাকা আয় করা যাবে এবং সেই টাকা বিকাশে পেমেন্ট নেওয়া
যাবে। তা নিম্নে আলোচনা করা হলো।
- Ludo King
- Lodo Fantasy
- Ludo Supreme
- Ludo League
- Ludo Ninja
- Rush
- Ludo Sikander
- Ludo Empire
উপরে যে গেমগুলোর নাম লেখা আছে এগুলোর প্রত্যেকটি থেকে আপনি টাকা ইনকাম করতে
পারবেন। এগুলো থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপসগুলোকে ইন্সটল করে
নিতে হবে। এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং সেখানে বিকাশ একাউন্ট
যোগ করে নিতে হবে।
এসব অ্যাপস থেকে আপনি প্রতিনিয়ত লুডু খেলে টাকা আয়
করতে পারবেন। এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে এসব অ্যাপস থেকে
নিয়মিত আপনি টাকা পাবেন। তাই যদি আপনি লুডু খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এর
মধ্যে যেকোনো একটি অ্যাপ আপনি বেছে নিতে পারেন।
গেম খেলে টাকা আয় App
গেম খেলে টাকা আয় App সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
আমাদের দেশের বেকার যুবক যুবতীর জন্য সবচেয়ে সুবিধা জনক ইনকাম হচ্ছে গেম খেলে টাকা
আয়। আপনি যেকোনো সময় ঘরে বসে আপনার মোবাইলে বা ডেস্কটপে গেম খেলে প্রতি মাসে
কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বাড়তি কোন ঝুট ঝামেলা ছাড়াই।
গেম
খেলে টাকা আয় অ্যাপ এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটি ঘরে বসেই ইনকাম
করতে পারবেন অফিসে যাওয়ার কোন ঝামেলা নেই। বর্তমানে আমাদের দেশে কয়েকশত গেম আছে,
যেখানে আপনি নিয়মমাফিক খেলার মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপস থেকে গেম খেলে টাকা আয় করা যায়।
- Free Fire
- PUBG
- Candy Crush
- Ludo King
- Ludo Supreme
- Quizdom
- Mpl
- Hago
- Qureka,
- Money Bingo Clash
- Yatzu Dice
উপরে যে apps গুলোর নাম দেওয়া আছে এগুলো অ্যাপস এ গেম খেলে প্রতি মাসে আপনি কয়েক
লক্ষ টাকা আয় করতে পারবেন অনায়াসেই। তবে বিভিন্ন অ্যাপস-এ বিভিন্ন ধরনের শর্ত
থাকে। এই শর্তগুলোকে মেনে আপনাকে নিয়মিত গেমস খেলতে হবে। তবেই আপনি এসব অ্যাপস
থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই টাকা আপনি সহজে আপনার বিকাশ একাউন্টে পার করে
নিতে পারবেন।
এখন আপনার মনে স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আসার কথা। এই
গেমগুলো কিভাবে খেলতে হবে। অর্থাৎ কোন উপায়ে এই গেমসগুলো খেললে আপনি এখান থেকে
প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া
যাক। গেমস খেলে কিভাবে প্রতিমাসে এখান থেকে লাখ টাকা আয় করতে পারবেন।
১.
যেসব গেমসের টুর্নামেন্ট আয়োজন করা হয় এসব গেমসে-এ আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ
করতে পারবেন। এসব টুর্নামেন্টে আপনার খেলার দক্ষতা দেখিয়ে দিয়ে ম্যাচ জিতে আপনি
এসব অনলাইন টুর্নামেন্ট থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করতে পারবেন।
২.
আপনি যেহেতু অনলাইনে গেম খেলবেন এই গেমগুলো আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন ফেসবুক
বা youtube এর মাধ্যমে। বিভিন্ন লাইভ গেম স্ট্রিমিং করে ইউটিউব বা ফেসবুক থেকে
প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করা যায়। কারণ আমাদের দেশে লাইভ স্ট্রিমিং করে
অনেকেই প্রত্যক মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ লাখ টাকা আয় করে থাকেন।
৩.
বিভিন্ন গেমস অ্যাপস তৈরি করার পর এগুলো চালিয়ে দেখতে হয়। এসব অ্যাপসকে আপনি
চালিয়ে পরীক্ষা করে দেখতে পারেন এগুলো ঠিকঠাক চলছে কিনা। অর্থাৎ ডেভলপারদের হেল্প
করার মাধ্যমে আপনি এখান থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন।
৪.
বর্তমানে অনলাইনে যে সব গেম আছে সেগুলো সিঙ্গেল নয়, দলগত ভাবে খেলতে হয়। এসব দলে
অংশগ্রহণ করে খেলার মাধ্যমে আপনি প্রতি মাসে লাখ টাকা আয় করতে পারেন।
৫.
যেসব ব্যক্তি গেমস খেলে আয় করতে চান কিন্তু অভিজ্ঞতা নাই, তাদেরকে আপনি
বিভিন্নভাবে শিখিয়ে দিয়ে বা ট্রেনিং করানোর মাধ্যমে সেখান থেকে প্রতি মাসে আপনি
লাখ টাকা আয় করতে পারবেন।
এছাড়া অনলাইনে গেমস খেলতে হলে অনেক
যন্ত্রপাতি বা টুলস প্রয়োজন হয়। অথবা ওই গেমসের জন্য কিছু কন্ডিশন থাকে যেগুলো
নিয়মিত খেলতে হলে কিনতে হয়। এসব জিনিস বিক্রয় করে আপনি প্রতি মাসে লাখ টাকা আয়
করতে পারবেন।
গেম খেলে টাকা আয় বিকাশে 2024
গেম খেলে টাকা আয় বিকাশে 2024। প্রতিমাসে গেম খেলে লাখ টাকা আয় করা যায় এবং
সেই টাকা আবার বিকাশে পেমেন্ট নেওয়া যায়। শুনতে কিছুটা অবিশ্বাসে হলেও একেবারেই
এটি সত্য কথা। ডিজিটাল যুগে এসে শুধু শুধু গেমস না খেলে, অনলাইনে গেমস খেলার
মাধ্যমে প্রতি মাসে টাকা আয় করা যায় এবং সবচেয়ে সহজ উপায়ে বিকাশের মাধ্যমে সে
টাকার পেমেন্টও নেওয়া যায় অতি দ্রুত।
এখন কথা হচ্ছে কোন কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় বা কিভাবে গেম খেললে টাকা
ইনকাম করা যায়। আমাদের দেশে এমন অনেক গেমস আছে যেগুলো খেলে আপনি অনায়াসে টাকা
ইনকাম করতে পারেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক, কোন কোন গেমস কিভাবে
খেললে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রি ফায়ার(Free
Fire), পাবজি(PUBG), ক্যানডি ক্লাস(Candy Clash) , লুডো সুপ্রিম(Ludo Supreme)
উইজডম(Wizdom) এম পি এল,(MPL) হেগো(Hago),মানিবিঙ্গ ক্লাস(Money Big Clash) লুডো
কিং(Ludo King),উইন জ(WinZo) কুয়েরিকা(Qureka) ইত্যাদি। এই গেমস গুলোর পাশাপাশি
আরো অনেক গেমস আছে যে গেমসগুলো খেললে আপনি প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত এখান থেকে
আয় করতে পারবেন। তবে এই গেমসগুলো খেলার জন্য তাদের কিছু রুলস ফলো করতে হবে।
তাদের নিয়ম ফলো করে গেমস খেললে আপনি নিশ্চিত ভাবে টাকায় করতে পারবেন।
যদি
আপনি দক্ষতার সহিত এই গেমসগুলো খেলতে পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে কোন উপায়ে গেমস খেললে টাকা ইনকাম করা যায়। চলুন এই বিষয়ে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
অনলাইন টুর্নামেন্টঃ
অনলাইনে গেম খেলার সবচেয়ে সুবিধা হচ্ছে ।এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বিভিন্ন
ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে সারা বিশ্বব্যাপী। এই টুর্নামেন্টে আপনি
অংশগ্রহণ করতে পারেন। এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও
মেধা খাটিয়ে যদি আপনি টুর্নামেন্ট সেরা হতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক
টাকা পাবেন।
গেম লাইভ স্ট্রিম করে ইনকামঃ আপনি যে খেলাই খেলেন না কেন, সেটা
হতে পারে ফ্রি ফায়ার, পাবজি, লুডু। এ ধরনের যে কোন খেলায় অংশগ্রহণ করে সেই খেলা
গুলো যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন। সেটা হতে পারে ফেসবুকে অথবা youtube-এ। সব
গেমস লাইভ স্ট্রিমিং করার মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকা আয়
করতে পারবেন। কারণ ফেসবুক ও ইউটিউবে এসব লাইভ স্ট্রিম গেমে প্রচুর পরিমাণে ভিউ
হয়।
গেম টেস্টিং করাঃ বাজারে নতুন গেম আসার আগে এসব গেম টেস্ট
করতে হয়। অর্থাৎ ওই গেমসের কোন কোন জায়গায় সমস্যা আছে তা খুঁজে বের করতে হয়।
আর যদি আপনি সেই কাজটি করে থাকেন অর্থাৎ ওই গেমসের কোন কোন জায়গায় সমস্যা আছে
খুঁজে বের করে, ওই প্রতিষ্ঠানকে ধরিয়ে দেন, তাহলে ওই প্রতিষ্ঠান আপনার কাজের
বিনিময়ে আপনাকে অনেক টাকা পেমেন্ট করবে।
উপরে যে বিষয়গুলো নিয়ে
আলোচনা করলাম সেগুলো থেকে আপনি সহজেই প্রতি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। তবে
আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ওই সব গেমস এর বিষয়ে দক্ষ না হন ,তাহলে আপনি
কখনোই ইনকাম করতে পারবেন না। অর্থাৎ আপনাকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। কারণ
এই গেমসগুলো যখন টুর্নামেন্ট ছাড়ে তখন সারা বিশ্বের লোক একসাথে অংশগ্রহণ করে।
সুতরাং
বুঝতেই পারছেন কোনো মতে গেমস খেলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না।
আপনাকে বিশ্বের সমস্ত লোকের সাথে টেক্কা দিয়ে টুর্নামেন্ট সেরা হয়ে, এখান থেকে
আপনি ইনকাম করতে পারবেন। তাই এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে গেমস খেলে টাকা আয়
করার পূর্বে আপনাকে ওই গেমস বিষয়ে ভালো দক্ষতা অর্জন করে নিতে হবে। ভালো দক্ষতা
অর্জনের জন্য নিয়মিত আপনাকে গেমস খেলতে হবে।
গেম খেলে টাকা আয় করার অ্যাপস
গেম খেলে টাকা আয় করার অ্যাপস। আমাদের দেশ সহ সারা বিশ্বের এমন কিছু অ্যাপস আছে।
যেখান থেকে আপনি গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন। এর মধ্যে কিছু কিছু অ্যাপস আছে
যেখান থেকে আপনি প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন। আর কিছু কিছু অ্যাপস আছে
যেখান থেকে আপনি আয় করতে পারবেন তবে সেটা পরিমাণে কম। অর্থাৎ যদি আপনি অনেক বেশি
অভিজ্ঞ হন তাহলে এসব অ্যাপস থেকে ইনকাম বেশি করতে পারবেন।
এখন
স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন কোন অ্যাপস থেকে ইনকাম শুরু করা যায়
অথবা কোন কোন অ্যাপস থেকে বেশি টাকা ইনকাম করা যায়। আমরা এই বিষয়ে পরিষ্কারভাবে
আজকে এই পোষ্টের মাধ্যমে জানবো। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপস
থেকে গেম খেলে আপনি টাকা ইনকাম শুরু করতে পারবেন।
- PUBG (পাবজি)
- Free Fire ( ফ্রী ফায়ার)
- Winzo Game (উইঞ্জো গেম)
- MPL (এমপি এল)
- Dream 11 game ( ড্রিম ইলেভেন গেম)
- Casino game ( ক্যাসিনো গেম)
- Pokemon game (পোকেমন গেম)
- Qureka Play (কিউরেকা প্লে)
- Arena fo valor game ( এরিনা অর ভেলোর গেম)
- Mobile Legens game (মোবাইল লেজেন্ডস গেম)
- Zupee game ( জুপি গেম)
- Big cash game (বিগ ক্যাশ গেম)
- My 11 circle game (মাই ইলেভেন সার্কেল গেম)
- Rozdhan game ( রজধান গেম)
- Howzat game ( হাউজাত গেম)
- Paytm fast game ( পেটিএম ফাস্ট গেম)
- Fan Clash game ( ফ্যান ক্লাস গেম)
- Bitcoin game (বিটকয়েন গেম)
- Hago game ( হ্যাগো গেম)
- Bulb Smash Game (বাল্ব স্মাশ গেম)
- SEO game (এসইও গেম)
এখানে যে গেমসগুলোর নাম উল্লেখ করা হয়েছে এই গেমগুলো আপনি খেলে টাকা ইনকাম করতে
পারবেন। তবে এর মধ্য থেকে কয়েকটি গেমসে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।
সবগুলো থেকে আপনি বেশি টাকা আয় করতে পারবেন না। তবে আপনি যদি অনভিজ্ঞ হন বা
অভিজ্ঞতা আপনার অনেক কম থাকে তাহলে ইনকাম কম হলেও এখান থেকে আপনি শুরু করতে
পারেন।
এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন গেমস খেলে বেশি টাকা ইনকাম
করা যায়।
- PUBG
- Free Fire
- Hago
- Bitcoin
- Winzo
- MPL
এখানে যে ছয়টি গেমসের নাম উল্লেখ করা আছে এই ছয়টি গেম খেলে আপনি প্রতি মাসে লাখ
টাকা পর্যন্ত আয় করতে পারবেন, তবে হ্যাঁ আমি আগেই বলেছি এসব গেম খেলতে হলে আপনাকে
প্রচুর দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে আপনি এসব গেম থেকে অনেক টাকা আয় করতে
পারবেন।
তাহলে উপরের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন গেম খেলে
টাকা আয় করার অ্যাপস সম্পর্কে। উপরে যে গেম গুলোর নাম বলা আছে বা যে এপ্স গুলোর
নাম বলা আছে। এগুলো গেম খেলে আপনি নিয়মিত টাকা আয় করতে পারবেন। কারণ এসব গেম খেলে
ইতিমধ্যেই আমাদের দেশে ও সারা বিশ্বের অনেক মানুষই লাখ লাখ টাকা ইনকাম করেছেন।
তাহলে আশা করি আপনারা গেম খেলে টাকা আয় করার অ্যাপ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা
পেয়েছেন।
গেম খেলে টাকা আয় নগদে
গেম খেলে টাকা আয় নগদে। আমাদের দেশসহ বিশ্বের নানা দেশে অনেক কিছু গেম আছে যে
গেমগুলো থেকে আপনি টাকা করতে পারবেন নগদে। অর্থাৎ প্রতিদিন আপনি ৪০০ থেকে ৫০০ টাকা
আয় করতে পারবেন অনায়াসেই। আমাদের দেশে যারা বেকার যুবক-যুবতী বা বিভিন্ন স্কুল
কলেজের ছাত্রছাত্রী তাদের জন্য এটি খুবই ভালো একটি আয় করার উপায়। অবসর সময়ে বসে
না থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ খালি পেটে ডাবের পানির উপকারিতা জানুন
তবে এর জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে পরিশ্রম করতে হবে। পৃথিবীতে কোন কাজেই
পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না। তাই শুরুতেই অনেক টাকা ইনকাম করতে পারব এই চিন্তা
করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ধরনের ও কোন
গেম খেলে নগদে টাকা আয় করা যায়।
প্রথমে আমরা জানবো কোন ধরনের গেম খেলে
নগদে টাকা ইনকাম করা যায়
- ক্যাজুয়াল গেমঃ লুডো, কেরাম বাবুল শুটার গেম
- কুইজ গেমঃ জ্ঞান পরীক্ষা করে পয়েন্ট অর্জন করা
- কার্ড গেমঃ ব্রিজ স্পেড রামি
- একশন গেমঃ PUBG ফ্রী ফায়ার
- ট্রাজিটি গেমঃ ক্লাস রয়েল ক্লাস অফ ক্লানস
এবার জেনে নেওয়া যাক কোন কোন গেম থেকে নগদে টাকা ইনকাম করা যায়। নিচে যে গেমগুলোর
নাম উল্লেখ করা হয়েছে এই গেমগুলো থেকে আপনি নগদে টাকা আয় করতে পারবেন ।
- এম পি এল
- ফ্রী ফায়ার
- পাবজি
- মোবাইল লিজেন্ট
- লুডো সুপ্রিম
- কুইজডম
- লুডো কিং
এম পি এলঃ এমপিএল হল ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম খেলে টাকা ইনকাম করার একটি
প্লাটফর্ম। এখানে প্রায় ৬০টির ও বেশি গেমস আছে। এর মধ্যে আপনার যেটি ভালো লাগে
আপনি সেই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। এবং সেখানে অংশগ্রহণ করে নিয়মিত খেলার
মাধ্যমে পয়েন্টঅর্জন করতে পারবেন। এবং এই গেমস থেকে আপনি প্রত্যক মাসে নিশ্চিতভাবে
কয়েক হাজার টাকা আয় করতে পারবেন সহজেই।
ফ্রী ফায়ারঃ বর্তমান সময়ের
সেরা দুটি খেলার মধ্যে এটি হচ্ছে একটি। সারা বিশ্বের প্রায় যুবক-যুবতী ও ছাত্র
ছাত্রী এই খেলাটি খেলে থাকেন। এই খেলা বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে, যাদের
হাতে স্মার্টফোন আছে বিশেষ করে বেকার যুবকের, আপনি নিশ্চিত ধরে নিবেন তাদের ফোনে এই
গেম অবশ্যই আছে। এই গেম নিয়মিত খেলে এবং এই গেমের বিভিন্ন টুলস বিক্রয় করে আপনি
প্রতি মাসে কয়েক হাজার টাকা আয় করতে পারবেন।
পাবজিঃ প্রথমেই বলেছি
বর্তমান সময়ে সেরা দুটি খেলার মধ্যে একটি হচ্ছে ফ্রী ফায়ার আরেকটি হচ্ছে পাবজি।
শুরুতে ফ্রী ফায়ার খেলা অনেক বেশি জনপ্রিয় হলেও বর্তমানে টপ লেভেলে আছে পাবজি।
যুবক বয়স্ক কিশোর সবাই এই গেমসের প্রতি বর্তমানে খুবই আসক্ত। এই গেমস খেলে
বিনোদনের পাশাপাশি টাকা ইনকাম করা যায়।
এই গেমসের অনেক টুলস আছে যেগুলো ফ্রিতে অল্প কিছু সময় ইউজ করা যায়। বাকি সময়
এসব টুলস কিনে গেম খেলতে হয়। আপনি যদি দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন তাহলে এসব টুলস
বিক্রয় করে আপনি প্রতি মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত সহজেই আয় করতে পারবেন।
মোবাইল লিজেন্টঃ
বর্তমান সময়ে এই গেমসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গেমস খেলে দক্ষ ও অভিজ্ঞতার
মাধ্যমে প্রতি মাসে আপনি কয়েক হাজার টাকা সহজে আয় করতে পারবেন। তবে এক্ষেত্রে
অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে।
লুডো সুপ্রিমঃ খেলার জগতে সবচেয়ে
সহজ একটি খেলা হচ্ছে লুডো খেলা। আমার মনে হয় ছোটবেলায় এই গেমস খেলেনি এমন লোক
খুব কমই আছে। লুডো খেলার মধ্যে বেশ কিছু খেলা আছে, তার মধ্যে একটি হচ্ছে লুডো
সুপ্রিম। এই গেমস খেলে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আপনি প্রতি মাসে কয়েক
হাজার থেকে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন।
কুইজডমঃ এটিও
বর্তমান সময়ে জনপ্রিয় একটি গেমস। যদি এই গেমস আপনি নিয়মিত খেলতে পারেন। এবং
ওদের রুলস অনুযায়ী খেলতে পারেন তাহলে, অনায়াসে আপনি প্রতি মাসে কয়েক হাজার
টাকা পর্যন্ত এখান থেকে আয় করতে পারবেন।
লুডো কিংঃ বর্তমান
সময়ে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় একটি খেলা হচ্ছে লুডো কিং। এই খেলা নিয়মিত এবং
দক্ষতার সহিত খেলার মাধ্যমে আপনি প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা
পর্যন্ত আয় করতে পারবেন। একদিকে যেমন আপনার বিনোদন পাবেন অন্যদিকে তেমন আপনি
টাকাও পাবেন।
তাহলে উপরের আলোচনা থেকে আপনি জানলেন গেম খেলে টাকা আয়
নগদে সম্পর্কে। অর্থাৎ কোন কোন গেম খেলে নগদে টাকা আয় করা যায় এই বিষয়ে
বিস্তারিত এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারলেন। আশা করি বিষয়গুলো আপনি
পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন। যদি এই খেলা গুলো নিয়মিত আপনি খেলতে পারেন তাহলে
প্রতি মাসে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪
গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪। বর্তমান সময়ে আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশে
এমন অনেক গেম আছে, যেগুলো আমাদের দেশে ঘরে বসে খেলা যায় এবং সেখান থেকে যে ইনকাম
হয় সেই টাকা বিকাশে নেওয়া যায়। একদিকে আপনি গেম খেলে আপনার বিনোদন অর্জন করতে
পারবেন অন্যদিকে এই গেম গুলো খেলে আপনি টাকা আয় করতে পারবেন এবং পেমেন্ট নিতে
পারবেন।
এখন আপনার মনে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসতে পারে তা হল।
কোন কোন গেম খেলে টাকা আয় করা যায়। আবার সেই টাকাগুলো কিভাবে বিকাশে পেমেন্ট
নেওয়া যায়। এখন আমি আলোচনা করব কোন কোন গেম কিভাবে খেলে টাকা আয় করা যায় এবং
সেই টাকাগুলো বিকাশে পেমেন্ট নেওয়া যায়। তাই বিস্তারিত জানতে এই পোস্টটি শেষ
পর্যন্ত পড়ুন।
প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন গেম খেলে টাকা আয়
করা যায়
- PUBG (পাবজি)
- Free Fire ( ফ্রী ফায়ার)
- Winzo Game (উইঞ্জো গেম)
- MPL (এমপি এল)
- Dream 11 game ( ড্রিম ইলেভেন গেম)
- Casino game ( ক্যাসিনো গেম)
- Pokemon game (পোকেমন গেম)
- Qureka Play (কিউরেকা প্লে)
- Arena fo valor game ( এরিনা অর ভেলোর গেম)
- Mobile Legens game (মোবাইল লেজেন্ডস গেম)
- Zupee game ( জুপি গেম)
- Big cash game (বিগ ক্যাশ গেম)
- My 11 circle game (মাই ইলেভেন সার্কেল গেম)
- Rozdhan game ( রজধান গেম)
- Howzat game ( হাউজাত গেম)
- Paytm fast game ( পেটিএম ফাস্ট গেম)
- Fan Clash game ( ফ্যান ক্লাস গেম)
- Bitcoin game (বিটকয়েন গেম)
- Hago game ( হ্যাগো গেম)
- Bulb Smash Game (বাল্ব স্মাশ গেম)
- SEO game (এসইও গেম)
এসব গেমস নিয়মিত খেলার মাধ্যমে প্রতি মাসে আপনি কয়েক হাজার থেকে কয়েক লক্ষ
টাকা নিশ্চিতভাবে আয় করতে পারবেন। এবং এর মধ্যে কিছু কিছু গেম এর আয় আপনি
বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই
গেমসগুলো খেলে টাকা ইনকাম করা যায়
বিভিন্ন অনলাইন টুর্নামেন্টঃ
অনলাইনে গেম খেলার সবচেয়ে সুবিধা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বিভিন্ন
ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে সারা বিশ্বব্যাপী। এই টুর্নামেন্টে আপনি
অংশগ্রহণ করতে পারেন। এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনার দক্ষ অভিজ্ঞতা ও মেধা
খাটিয়ে যদি আপনি টুর্নামেন্ট সেরা হতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক টাকা
পাবেন।
গেম লাইভ স্ট্রিমঃ আপনি যে খেলাই খেলেন না কেন, সেটা
হতে পারে ফ্রি ফায়ার, পাবজি, লুডু। এ ধরনের যে কোন খেলায় অংশগ্রহণ করে সেই খেলা
গুলো যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন। সেটা হতে পারে ফেসবুকে অথবা youtube-এ। এসব
গেম লাইভ স্ট্রিমিং করার মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকা আয়
করতে পারবেন। কারণ ফেসবুক ও ইউটিউবে এসব লাইভ স্ট্রিম গেমে প্রচুর পরিমাণে ভিউ
হয় ও টাকা ইনকাম হয়।
গেম টেস্টিং করাঃ বাজারে নতুন গেম আসার
আগে এসব গেম টেস্টিং করতে হয়। অর্থাৎ ওই গেমসের কোন কোন জায়গায় সমস্যা আছে তা
খুঁজে বের করতে হয়। আর যদি আপনি সেই কাজটি করে থাকেন অর্থাৎ ওই গেমসের কোন কোন
জায়গায় সমস্যা আছে খুঁজে বের করে ওই প্রতিষ্ঠানকে ধরিয়ে দেন তাহলে ওই
প্রতিষ্ঠান কাজের বিনিময়ে আপনাকে অনেক টাকা পেমেন্ট করবে।
এখন জেনে
নেওয়ার যাক কিভাবে আপনি বিকাশে টাকা পেমেন্ট নিতে পারবেন
এর জন্য
প্রথমে আপনাকে যা করতে হবে, সেটি হচ্ছে প্লেস্টোর থেকে উক্ত গেমস আপনাকে ইন্সটল
করতে হবে। এরপর আপনার নাম, জিমেইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।
এরপর দেখে নিতে হবে পেমেন্ট মেথড। উপরে যে গেমগুলোর নাম বলা আছে এর মধ্যে যে গেম
গুলোর পেমেন্ট মেথড বিকাশ বা নগদ উল্লেখ করা আছে। সেইসব গেম-এ আপনি আপনার বিকাশ
নাম্বার যোগ করে দিবেন।
তাহলে গেম খেলার পর আপনি যে টাকা আয় করতে
পারবেন। ওই গেম এর নিয়ম অনুযায়ী নির্ধারিত পরিমান টাকা হলেই আপনাকে তারা বিকাশে
পেমেন্ট করে দেবে। তবে কোন কোন অ্যাপস আপনাকে এক হাজার টাকা হলেই পেমেন্ট দেবে।
আবার কোন কোন অ্যাপস আপনাকে দুই থেকে তিন হাজার টাকা হলে তারপর আপনাকে বিকাশে
পেমেন্ট দেবে।
তাহলে আশা করি আপনি গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪
সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে
কমেন্ট করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি
আপনি গেমস খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে। গেমস খেলা শুরু
করার আগেই দক্ষতা অর্জন করে নেন। তাহলে আপনি এখানে সফল হবেন।
ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম
ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। টাকা ইনকাম
তাও আবার ফ্রিতে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও একেবারেই সত্য। আমাদের দেশে এমন
কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোতে আপনি ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম করতে
পারবেন খুব সহজেই। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপস থেকে আপনি
ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।
যেসব গেম থেকে ফ্রি
লটারি গেম খেলে টাকা ইনকাম করা যায়ঃ
- 1xbet
- Clip Claps
- Small Worker
- Pick My Post Code
- Free Bathday Lottery
- Ludo king
- WinZo
- MPL
- Helo
- Qureka
- Jet 11
- WinZo Gold
- 4Fun
- Roz Dhan
- Loco
এবার তাহলে জেনে নেওয়া যাক এসব গেম থেকে কিভাবে ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করা
যায় সেই সম্পর্কে। এসব গেম ফ্রিতে লটারি খেলা যায় তবে এসব গেম কিছুটা
ঝুঁকিপূর্ণ। চেষ্টা করবেন দেখেশুনে বুঝে তারপরে ফ্রি লটারি গেম খেলার জন্য। চলুন
তাহলে এক নজরে দেখে নেই কিভাবে এসব লটারি গেম খেলতে হয়।
MPL(এম পি এল): অনলাইনে ফ্রিতে লটারি খেলে টাকা ইনকামের সবচেয়ে সহজ এবং ভালো একটি প্লাটফর্ম
হচ্ছে এমপিএল। এখানে আপনি ফ্রিতে লটারি জিতে টাকা ইনকাম করতে পারবেন। তবে যদি
আপনি পেইড কিছু লটারিতে অংশগ্রহণ করেন তাহলে সবচেয়ে বেশি টাকা আয় করতে পারবেন।
যেটা আপনার ভালো মনে হয় আপনি অবশ্যই সেটি করবেন।
1xbet: বর্তমান সময়ে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বেটিং প্ল্যাটফর্ম
হচ্ছে ওয়ান 1xbet. এখানে আপনি বেড ধরার মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারবেন।
ধরুন একটি ক্রিকেট ম্যাচ চলছে। এর মধ্যে আজকে কোন দল ম্যাচ জিতবে এরকম একটি
প্রশ্ন এখানে থাকবে। আপনি যে দলের পক্ষে বেট ধরবেন। সেই দল যদি জিতে যায় তাহলে
আপনি একটি ম্যাচ থেকে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এবং এটি বিশ্বস্ত একটি
প্রতিষ্ঠান।
Pick My Post Code: ফ্রি লটারি ইনকামের অন্যতম
একটি প্লাটফর্ম হচ্ছে এটি। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাকে প্রতিদিন আপনার পোস্ট কোড
দিয়ে একটি নাম্বার নির্বাচন করে নিতে হবে। এভাবে যারা এখানে অংশগ্রহণ করবে সবার
নাম্বার নিয়ে একটি লটারি হবে। সেই লটারিতে যদি আপনার নাম্বার উঠে যায় তাহলে
আপনি এখান থেকে লাখ টাকা পর্যন্ত পাবেন।
Free Birthdate Lottary:
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি
অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই জন্ম তারিখ দিতে হবে।
এবং সেটা যেন সঠিক হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার জন্ম তারিখ সহ আরো
যারা অংশগ্রহণ করবে সবার জন্ম তারিখ নিয়ে একটি লটারি হবে। সেই লটারিতে যদি আপনার
জন্ম তারিখ উঠে যায় তাহলে আপনি কয়েকশো ডলার এখান থেকে আয় করতে পারবেন। আপনার
নাম উঠলো কিনা সেটা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Small Worker:
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হলো এটি। কারণ এই অ্যাপস এর
মাধ্যমে আপনি ভিডিও দেখে লাইক কমেন্ট করার মাধ্যমে আপনি এখান থেকে প্রতিদিন আয়
করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে মাত্র পাঁচ ডলার হলে আপনি টাকা
উত্তোলন করতে পারবেন। আয় করা টাকা আপনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে
পারবেন।
Clips Claps: এটি একটি মোবাইল ভিত্তিক অ্যাপস। এখানে
ফ্রিতে লটারির মত টাকা ইনকাম করা গেলেও এখানে আপনাকে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখে
এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাকে কিছু টোকেন প্রদান করা হবে। এভাবে যত বেশি
ভিডিও দেখবেন তত বেশি আপনার একাউন্টে টোকেন জমা হবে। আপনার একাউন্টে থাকার টোকেন
গুলোর বিনিময় আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন।
তাহলে উপরের
আলোচনা থেকে কিভাবে ফ্রি লটারি গেম খেলে টাকা ইনকাম করা যায় এই বিষয়ে আপনারা
বুঝতে পেরেছেন। তবে এটি যেহেতু একটি অনলাইন প্লাটফর্ম তাই আপনাকে দেখে শুনে
ভেবেচিন্তে এসব ফ্রি লটারি গেম খেলতে হবে। এখানে যেমন লাখ লাখ টাকা ইনকাম করা
যায়। তেমনি এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি ভালো
করে দেখে শুনে বুঝে তারপরে এই গেমগুলো ফেলবেন। এক কথায় আপনি এসব গেম এর রিভিউ
দেখে তারপরে খেলবেন।
বাবুল গেম খেলে টাকা ইনকাম
বাবুল গেম খেলে টাকা ইনকাম সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমরা
ছোটবেলায় বিভিন্ন ধরনের গেম খেলেছি বিনোদনের জন্য। কিন্তু বর্তমান সময়ে আপনি
গেম খেলে বিনোদন নিতে পারবেন এর পাশাপাশি আপনি বেকারত্ব দূর করতে পারবেন। এর
মধ্যে একটি হচ্ছে বাবুল গেম খেলে টাকা ইনকাম। বাবুল গেম খুবই একটি সহজ খেলা। তাই
যেকোনো ব্যক্তি সহজেই এই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।
তবে
বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফেক বাবুল গেম আছে যেগুলো খেলে আপনি টাকা নাও ইনকাম
করতে পারেন। আপনাকে এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে কোনটি সঠিক বাবুল গেম। সঠিক
বাবুল গেম খেলার মাধ্যমে আপনি নিশ্চিত ভাবে টাকা আয় করতে পারবেন এতে কোন সন্দেহ
নেই। তবে আপনার গেমটা যদি ফেক হয় তাহলে আপনি কোনভাবেই টাকা পাবেন না। চলুন তাহলে
জেনে নেওয়া যাক বাবুল গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়।
বাবুল
গেম একটি সহজ গেম এবং মজাদার গেম। এই গেম খেলে আপনি বিনোদন নিবেন। কিন্তু এর
মধ্যে আসবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি টাকা ইনকাম
করতে পারবেন। অর্থাৎ আপনি যত বেশি এই গেম খেলবেন তত বেশি আপনার গেম এর মধ্যে
বিজ্ঞাপন আসবে। এই বিজ্ঞাপন গুলোকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করা যাবে
না। আর এভাবেই বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে
কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে। আমাদের দেশে অনেক ধরনের গেম আছে যেগুলো
থেকে টাকা আয় করা যায়। কিন্তু আপনার মনে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন গেম
খেলে টাকা আয় করা যায় নগদে। বিভিন্ন ধরনের গেম থাকলেও যেগুলোর পেমেন্ট মেথড
বিভিন্ন সিস্টেম হয়ে থাকে। কিছু কিছু গেম আছে যেগুলোর পেমেন্ট নগদে পাওয়া যায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে।
নিচে যে
গেমসগুলোর নাম উল্লেখ করা হয়েছে এই গেমসগুলো অনেক বেশি জনপ্রিয় এবং এখান থেকে
থেকে আপনি নগদে টাকা আয় করতে পারবেন । চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক
- এম পি এল
- ফ্রী ফায়ার
- পাবজি
- মোবাইল লিজেন্ট
- লুডো সুপ্রিম
- কুইজডম
- লুডো কিং
এম পি এলঃ এমপিএল হল ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম খেলে টাকা ইনকাম করার
অন্যতম একটি প্লাটফর্ম। এখানে প্রায় ৬০টিরও বেশি গেমস আছে। এর মধ্যে আপনার যদি
ভালো লাগে আপনি খেলায় অংশগ্রহণ করতে পারবেন। এবং সেখানে অংশগ্রহণ করে নিয়মিত
খেলার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে হবে। এবং এই গেম থেকে আপনি প্রতিদিন কয়েক
হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন সহজেই।
ফ্রী ফায়ারঃ
বর্তমান সময়ের অন্যতম সেরা দুটি খেলার মধ্যে এটি হচ্ছে একটি খেলা। সারা বিশ্বের
প্রায় যুবক-যুবতী ও ছাত্র ছাত্রী এই খেলাটি খেলা থাকেন। এই খেলা বর্তমানে এতটাই
জনপ্রিয় হয়ে গেছে যে, যাদের হাতে স্মার্টফোন আছে বিশেষ করে বেকার যুবকের আপনি
নিশ্চিত ধরে নিবেন তাদের ফোনে এই গেমস অবশ্যই আছে। এই গেম নিয়মিত খেলে এবং এই
গেমের বিভিন্ন টুলস বিক্রয় করে আপনি প্রতি মাসে কয়েক হাজার টাকা আয় করতে
পারবেন।
পাবজি গেমঃ প্রথমেই বলেছি বর্তমান সময়ে সেরা অন্যতম
দুটি খেলার মধ্যে একটি হচ্ছে ফ্রী ফায়ার আরেকটি হচ্ছে পাবজি গেম। শুরুতে ফ্রী
ফায়ার খেলা অনেক বেশি জনপ্রিয় হলেও বর্তমানে টপ লেভেলে আছে পাবজি গেম। যুবক
বয়স্ক কিশোর সবাই এই গেমসের প্রতি বর্তমানে খুবই আসক্ত হয়ে গেছে। এই গেমস খেলে
বিনোদনের পাশাপাশি টাকা ইনকাম করা যায়।
এই গেমসের অনেক টুলস আছে
যেগুলো ফ্রিতে অল্প কিছু সময় ব্যবহার করা যায়। বাকি সময় এসব টুলস কিনে গেম
খেলতে হয়। আপনি যদি দক্ষ ও অভিজ্ঞ তাহলে এসব টুলস বিক্রয় করে আপনি প্রতি মাসে
কয়েক হাজার টাকা সহজেই আয় করতে পারবেন।
মোবাইল লিজেন্টঃ
বর্তমান সময়ে এই গেমসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গেমস খেলে দক্ষ ও অভিজ্ঞতা
মাধ্যমে প্রতি মাসে আপনি কয়েক হাজার টাকা পর্যন্ত সহজে আয় করতে পারবেন। তবে
এক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষ ও অভিঙ্গ হতে হবে।
লুডো সুপ্রিমঃ খেলার জগতে সবচেয়ে সহজ জনপ্রিয় একটি খেলা হচ্ছে লুডো খেলা। আমার মনে হয়
ছোটবেলায় এই গেমস খেলেনি এমন লোক খুব কমই আছে। লুডো খেলার মধ্যে বেশ কিছু খেলা
আছে তার মধ্যে সেরা একটি হচ্ছে লুডো সুপ্রিম। এই গেমস খেলে বিভিন্ন টুর্নামেন্টের
মাধ্যমে আপনি প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে
পারবেন।
কুইজডমঃ এটিও বর্তমান সময়ে জনপ্রিয় একটি গেমস। যদি
এই গেমস আপনি নিয়মিত খেলতে পারেন। এবং তাদের রুলস অনুযায়ী খেলতে পারেন তাহলে
নিশ্চিত ভাবে আপনি প্রতি মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত এখান থেকে পারবেন।
লুডো কিংঃ
বর্তমান সময়ে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় একটি খেলা হচ্ছে লুডো কিং। এই খেলা
নিয়মিত এবং দক্ষতার সহিত খেলার মাধ্যমে আপনি প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক
লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। একদিকে যেমন আপনার বিনোদন পাবেন অন্যদিকে তেমন
আপনি টাকাও পাবেন।
গেম খেলে টাকা আয় সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কি ভাবে লুডু খেলে টাকা আয় করা যায়?লুডু খেলে টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিকাশ রকেট বা নগদ এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে। এরপর লুডু খেলে আপনি জয়ী হলে, সমস্ত টাকা নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে আপনাকে পেমেন্ট করা হবে।
সবচেয়ে ভালো লুডু খেলা কোনটি?
আমাদের দেশের যেসব লুডু খেলা আছে এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে লুডু কিং অথবা লুডু সুপারস্টার। এই গেমসগুলো খেলে খুবই মজা পাওয়া যায়। মজার মজার ফিচার দেওয়া আছে এই গেমগুলোর ভিতরে। স্থানীয়ভাবে, অনলাইনে, সহকর্মীদের সাথে বা কম্পিউটারে এই গেম খেলা যায়।
রাশ লুডো কি আসল টাকা?
রাশ হলো একটি মোবাইল অ্যাপস, যে অ্যাপসটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে লুডো, ফুটবল, তীরন্দাজ, পুল, ডিস্ক, কলব্রেক, ক্যারাম এবং আরো অনেক আসল নগদ গেম খেলতে দেয় এই অ্যাপসটি।
লুডু স্টার দিয়ে কি আয় করা যায়?
লুডু স্টার মূলত গেম এর জন্য কাজে লাগে। অর্থাৎ খেলোয়ারেরা লুডু স্টার জিতে পরবর্তী প্রতিযোগিতা বা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। এখান থেকে নগদ টাকা আয় করা যায় না।
মোবাইলে গেম খেলে কি টাকা ইনকাম করা যায়?
মোবাইলে গেম খেলে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা যায়। সেটা বিভিন্ন ধরনের গেম খেলে আয় করা যায় যেমন লুডু খেলা, ফ্রি ফায়ার, পাবজি, এরকম অনেক গেমস আছে যেগুলো নিয়মিত খেলার মাধ্যমে প্রতি মাসে ৩০০০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
শেষ কথাঃ বিকাশে পেমেন্ট ২০২৪ লুডু গেম খেলে টাকা আয়
তাহলে আলোচনা থেকে আপনি জানতে পারলেন লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট 2024
সম্পর্কে। আশা করি আপনি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বর্তমানে আমার
দেশের বেকার যুবকদের জন্য খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে গেমস খেলে টাকা
আয়। একদিকে যেমন গেম খেলে বিনোদন পাচ্ছে অন্যদিকে তেমনি টাকা ইনকাম হচ্ছে। এক
কথায় বিনোদনের পাশাপাশি বেকারত্ব ঘুচে যাচ্ছে এই প্লাটফর্মের মাধ্যমে।
তবে
এখানে আমার পরামর্শ হচ্ছে আপনারা এই গেমগুলো খেলে সহজে টাকা আয় করতে পারবেন
কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনাকে খেলতে হবে। কারণ এখানে যেমন সহজেই
টাকা ইনকাম করা যায় তেমনি প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি
কোন গেম খেলতে চান সেই গেম সম্পর্কে আগে ভালোভাবে বিস্তারিত জেনে নিন। ওই গেম এর
রিভিউ ভালো করে দেখে নিন। তারপরে আপনি ওই গেমটি খেলুন।
উপরের
বিষয়গুলো পড়ে আশা করি আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। যদি এই পোস্টটি পড়ে আপনার
ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য
নির্ভর পোস্ট করা হয় নিয়মিত। বিভিন্ন গ্রহণযোগ্য তথ্য পেতে আমাদের সঙ্গে
থাকুন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url