মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় - বিজ্ঞাপন ব্লক
attractionit
২৫ এপ্রি, ২০২৪
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় খুঁজছেন অথবা বিজ্ঞাপন ব্লক সম্পর্কে জানতে
চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ আজ আমি এই পোস্টে আলোচনা করব কিভাবে
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করা যায় অথবা বিজ্ঞাপন ব্লক সম্পর্কে বিস্তারিত।
বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে মোবাইল ফোন।
কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি বিরক্ত মনে হয় তখনই যখন ফোনে
বিজ্ঞাপন চলে আসে। আর তখনই আপনি মনে মনে ভাবেন যদি এই বিজ্ঞাপন গুলো আসা বন্ধ করা
যেত তাহলে খুবই ভালো হতো। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে মোবাইলে বিরক্তিকর
অ্যাড বন্ধ করা যায়।
পোস্ট সূচিপত্রঃ মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় - বিজ্ঞাপন ব্লক
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় সম্পর্কে জানার জন্য এই পোস্টটি সম্পন্ন
পড়ুন। কারণ এই পোস্টে মোবাইলে বিরক্তিকর অ্যাড বন্ধ করার উপায় সম্পর্কে
বিস্তারিত বলা হবে। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি বিরক্ত বোধ হয়
তখনই যখন মোবাইল ফোনে বিজ্ঞাপন চলে আসে। মাঝে মাঝে এমন কিছু বিজ্ঞাপন চলে আসে যার
কারনে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
যদি এমন হয় মাত্র এক ক্লিকেই মোবাইলে বিরক্তিকর সব এড বন্ধ হয়ে যাবে তাহলে কেমন
হয়। হ্যাঁ প্রিয় পাঠক আজ আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখায়ে দিব। যার
মাধ্যমে মাত্র এক ক্লিক করলেই আপনার মোবাইলের সমস্ত বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে।
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার জন্য কোথায় কি করতে হবে চলুন এই বিষয়ে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার জন্য এখানে
আমি পাঁচটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে যেটি আপনার জন্য সুবিধা হবে, আপনি
সেটি প্রয়োগ করে সহজেই আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাড আসা বন্ধ করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় পাঁচটি
সম্পর্কে।
প্রথম উপায়ঃ আপনার মোবাইল ফোনের বিজ্ঞাপন বন্ধ করার
জন্য প্রথমে আপনাকে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর আপনাকে google অপশনটি খুজে
বের করে নিতে হবে। এরপর গুগলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডস পার্সোনালাইজড
নামক একটি অপশন আসবে। প্রথমে সেটিকে ক্লিক করে অন করতে হবে।
এরপর ইউর
এডভারটাইজিং নাশক অপশনটি রিসেট করে নিতে হবে। আপনার কাজ শেষ। রিসেট করার পরে
আপনার এডভার্টাইজ আইডিটি পরিবর্তন হয়ে যাবে। এভাবে সেটিংসে গিয়ে কাজ করলে আশা
করি আপনার সমস্ত বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।
দ্বিতীয় উপায়ঃ
আপনার ফোনে আসা বিজ্ঞাপন গুলির মধ্যে বেশি বিজ্ঞাপন আসে ক্রোম ব্রাউজার থেকে।
ক্রোম ব্রাউজারে কিছু সেটিংস পরিবর্তন করার মাধ্যমে সহজেই বিজ্ঞাপন আসা বন্ধ করা
যায়। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমে আপনাকে ক্রম ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর খুঁজে নিতে হবে মাই অ্যাক্টিভিটি নামক অপশনটি।
এরপরে ওয়েলকাম টু মাই এক্টিভিটি নামক অপশনটিতে প্রবেশ করতে হবে। এরপর দেখতে হবে
এই পেইজের ডান অথবা বাম পাশে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।
সেখান
থেকে আপনি এক্টিভিটি কন্ট্রোল নামক অপশনে যাবেন। সেখানে থাকা এডস অপশন আপনাকে
ক্লিক করতে হবে। এরপর অ্যাডস ”পার্সোনালাইজড ইউজ অন” নামক অফ অপশন ক্লিক করতে
হবে। পার্সোনালাইজড ইউজ অন অপশনটিতে ক্লিক করে পার্সোনালাইজড ইউজ অফ করে দিতে
হবে।
এরপর আপনাকে আবারও থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে
আপনাকে সেটিংস নামক অপশনে প্রবেশ করতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনাকে সাইড
সেটিংস নামক অপশনটিতে প্রবেশ করতে হবে। সাইড সেটিংস এর ভিতরে কুকিজ নামক অপশনটা
আপনাকে খুঁজে বের করতে হবে।
কুকিজ নামক অপশনে প্রকাশ করার পরে ব্লক
থার্ড পার্টি কুকিজ অন নামক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার কাজ শেষ
অর্থাৎ আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আর আসবে না।
তৃতীয় পদ্ধতিঃ প্রথমেই আপনি আপনার ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর সার্চ অপশনে গিয়ে
সার্চ দিন Private DNS. অথবা আপনার ফোন থেকে এই অপশনটি খুঁজে বের করুন। যদি খুঁজে
না পান তাহলে আপনার ফোনের Other Networks & Connections অপশনে গেলে আপনি
Private DNS খুঁজে পাবেন।
এখানে আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে
Private DNS Provider Hostname নামক অপশনটি। এখানে যাওয়ার পর dns.adgourd.com
লিখে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার কাজ শেষ। আশা করি আপনার ফোনে আর কোন
বিজ্ঞাপন শো করবে না।
চতুর্থ পদ্ধতিঃAdgourd বা Adblock এপসের
মাধ্যমে আপনার মোবাইলে ফোনের বিরক্ত করে এড বন্ধ করা যায়। এজন্য প্রথমে আপনাকে
গুগলে গিয়ে সার্চ করতে হবে Adgourd বা Adblock. এরপর এই দুটির মধ্যে আপনি যেকোনো
একটি ফ্রি ব্যবহার করতে পারবেন।
ধরুন আপনি Adgourd ব্যবহার করবেন। সে
ক্ষেত্রে আপনাকে প্রথমে অ্যাডগার্ড লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। এরপর
অ্যাপসের ভেতর প্রবেশ করে ওরা যে সকল তথ্য চায় সে সকল তথ্য দিয়ে সাবমিট করতে
হবে। সাবমিট হয়ে গেলে আপনার ফোনের সমস্ত বিজ্ঞাপন আসা বন্ধ করে দেবে এই
অ্যাপসটি।
পঞ্চম উপায়ঃ মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায়
এর মধ্যে পঞ্চম যে উপায় তা হলো-প্রথমে ধারণা করে নিন যে কোন অ্যাপস থেকে বেশি
বিজ্ঞাপন আসছে। চেষ্টা করুন সেই অ্যাপসটিকে আন ইন্সটল করার জন্য। যদি সে
অ্যাপসটির অত্যন্ত প্রয়োজনীয় হয় তাহলে নিম্নোক্ত কাজগুলো করুন।
যে
অ্যাপস থেকে বিজ্ঞাপন বেশি আসছে বলে মনে হচ্ছে সে অ্যাপস কে ক্লিক করে কয়েক
সেকেন্ড চেপে ধরে রাখুন। এরপর দেখবেন একটা লেখা আসবে অ্যাপ ইনফো অথবা এ জাতীয়
কোন লেখা আসবে। এরপর ওখানে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন। নিচের দিকে আসলে দেখবেন
Storage এবং Cache নামক অপশন পাওয়া যাবে।
অপশনটিতে ক্লিক করে এর
ভেতরে প্রবেশ করতে হবে। ভিতরে আসার পর দেখতে পাবেন Clear Storage ও Clear Cache
নামক দুইটি অপশন। এই অপশন দুটিতে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে
ওই অ্যাপসের সমস্ত ডাটা মুছে যাবো। আর মুছে গেলে ওই অ্যাপস থেকে আর কোন বিজ্ঞাপন
আসবে না।
তাহলে উপরের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন মোবাইলে
বিরক্তিকর এড বন্ধ করার উপায় সম্পর্কে। বিভিন্ন মোবাইল ফোনের বিভিন্ন রকম সেটিংস
থাকে। তাই এখানে পাঁচটি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে
আপনার মোবাইল ফোনে যেটি প্রয়োগ করলে বিজ্ঞাপন বন্ধ হবে। আপনি সেটি প্রয়োগ করতে
পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলে বিরক্তিকর অ্যাড বন্ধ করা
যাবে।
বিজ্ঞাপন ব্লক কিভাবে করবো
মোবাইলে বিজ্ঞাপন ব্লক কিভাবে করবো এই বিষয়ে অনেকেই জানতে চায়। বর্তমান সময়ে এসে
মোবাইলে সবচেয়ে বিরক্তিকর যে বিষয় সেটি হচ্ছে বিজ্ঞাপন। মোবাইল ফোন খুলে কোন
অ্যাপসে প্রবেশ করা মাত্রই চলে আসে বিজ্ঞাপন। অনেক সময় এমন কিছু বিজ্ঞাপন আসে
যেগুলোর কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
তাই অনেকেই জানতে চায় মোবাইল ফোনে বিজ্ঞাপন কিভাবে ব্লক করা যায়। আপনার মোবাইলে
আসা অনাকাঙ্খিত বিজ্ঞাপন গুলোকে আপনি সহজেই বন্ধ করতে পারেন বিজ্ঞাপন ব্লক এর
মাধ্যমে। আর এই কাজটি করতে আপনাকে সামান্য একটু সময় ব্যয় করতে হবে। চলুন তাহলে
এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন ব্লক করার জন্য আপনাকে
ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে। তাই প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন।
এরপর ক্রোম ব্রাউজারের ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এরপর সেটিংস
অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে সাইট সেটিংস নামক
অপশনেতে ক্লিক করতে হবে।
এরপর কনটেন্ট অপশন এর নিচে লক্ষ্য করলে দেখতে
পাবেন। পপআপ রিডাইরেক্টস নামক একটি অপশন, যেটিকে আপনার চালু করতে হবে। এরপর আবার
আপনাকে সাইট সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে ইন্ট্রসিপ এ্যাডস নামক অপশনটি
চালু করতে হবে। আর এভাবেই আপনার আপনার ফোনে আসা বিরক্ত করে এড বন্ধ করা যাবে।
এছাড়া
ক্রম ব্রাউজার এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশন অফ করা যায়।
এজন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপর সেটিংস অপশনে যেতে
হবে। সেটিংস অপশনে যাওয়ার পর নোটিফিকেশন নামক অপশনটি বের করতে হবে। এরপর
নোটিফিকেশনে প্রবেশ করে অল নোটিফিকেশন অফ করে দিতে হবে।
এভাবেও আপনি
আপনার মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
তবে এছাড়াও আপনি আরেকটি কাজের মাধ্যমে সহজেই সকল ধরনের বিজ্ঞাপন বন্ধ করতে
পারেন। আর সেটি হল থার্ড পার্টি অ্যাপস। যার নাম হলো অ্যাড ব্লক।
এর
জন্য প্রথমে আপনাকে ক্রম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপর অ্যাড ব্লক লিখে সার্চ
করতে হবে। এরপর এটিকে ইন্সটল করতে হবে। ইন্সটল হয়ে যাওয়ার পর, এর ভিতরে প্রবেশ
করতে হবে। প্রবেশ করার পর যে তথ্যগুলো চায় সেগুলো তথ্য আপনাকে দিতে হবে। এরপর
এটিকে ক্রমের সাথে অ্যাড করে নিতে হবে।
এখানেই আপনার কাজ শেষ। অর্থাৎ
এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফোনে আর কোন বিজ্ঞাপন আসবে না। যে কোন
বিজ্ঞাপন আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই অ্যাড ব্লক অ্যাপস। আপনি বিজ্ঞাপন
মুক্ত ভাবে আপনার ফোন চালাতে পারবেন।
তাহলে উপরের আলোচনা থেকে
বিজ্ঞাপন ব্লক সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারলেন। যা আপনার মোবাইল ফোন
ব্যবহার করার ক্ষেত্রে খুবই কাজে দেবে। আশা করি এই বিষয়টি আপনি খুব ভালোভাবে
বুঝতে পেরেছেন।
ফেসবুকে এড বন্ধ করার উপায়
ফেসবুকে এড বন্ধ করার উপায় সম্পর্কে জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক।
ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন লোক সংখ্যা পৃথিবীতে খুবই কম। প্রত্যেকটা ব্যক্তি একটু
সময় পেলেই ফেসবুক থেকে ঘুরে আসে। আর ফেসবুকে ঢুকলেই চলে আসে বিভিন্ন ধরনের
বিজ্ঞাপন।
এসব বিরক্তিকর বিজ্ঞাপনের কারণে একটু আরাম করে ফেসবুক দেখা যায় না। যদি
এই বিজ্ঞাপন গুলো বন্ধ করা যেত তাহলে কেমন হতো। ফেসবুকে এসব বিরক্তিকর অ্যাড বন্ধ
করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আপনার ফেসবুকে আসা বিরক্তিকর এড বন্ধ
সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অংশ পড়ুন।
ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ও
বিরক্তিকর অ্যাড বন্ধের জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে তা হল-প্রথমে আপনাকে
ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপর ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে
হবে। এরপর আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর সেটিংস এন্ড
প্রাইভেসি নামক অপশনে ক্লিক করতে হবে।
সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে
যাওয়ার পরে দেখবেন একাউন্ট নামক একটি অপশন আসবে। সেখানে ক্লিক করে আপনাকে ভেতরে
প্রবেশ করতে হবে। এরপর নিচের দিকে আসলে দেখবেন পার্মিশন নামক একটি অপশন আছে।
সেখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এড প্রিফারেন্স নামক একটি অপশন পাওয়া যাবে।
এই অপশনে যাওয়ার পর আপনি আপনার ফেসবুকে আসা বিভিন্ন বিজ্ঞাপনগুলি
দেখতে পাবেন। সেগুলোকে হাইড করে ফেলতে হবে। এরপর এড সেটিংসে ক্লিক করার পরে
বিভিন্ন অপশন পাওয়া যাবে। এর মধ্য থেকে Data about your activity form partnerts
নামক একটি অপশন পাবেন । এটা অন থাকলে অফ করে দিন।
এরপর Categories
used to reach you অপশনে ক্লিক করতে হবে । এরপর নিচের দিকে যেতে হবে এবং আপনার
ইন্টারেস্টেড ক্যাটাগরি ও অন্যান্য ক্যাটেগরি রিমুভ করে দিতে হবে। এরপর আপনাকে
audience best advertising নামক অপশনটিতে ক্লিক করতে হবে।
ক্লিক করার
পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে যেগুলো সবগুলোকে অফ করে দিতে হবে। এর সাথে
ডন্ট এলাউ দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। সর্বশেষ অ্যাড শো অফ facebook এখানে
ক্লিক করে অ্যালাও অপশন বন্ধ করে দিন। আপনার কাজ শেষ। অর্থাৎ এভাবে আপনার
ফেসবুকের সমস্ত বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব।
এন্ড্রয়েড ফোনে বিরক্তিকর এড বন্ধ করুন
এন্ড্রয়েড ফোনে বিরক্তিকর এড বন্ধ করুন খুব সহজেই। আপনি অ্যান্ড্রয়েড ফোন
চালানোর সময় হঠাৎ করেই বিরক্তিকর ও অস্বস্তি কর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে
আসছে। যেটি বন্ধ করার কোন উপায় খুঁজে পাচ্ছেন না। আপনার ফোনে আসা বিরক্তিকর এড
বন্ধ করার জন্য সবচেয়ে সহজ একটি পদ্ধতি এখানে আমি আলোচনা করলাম। ভালোভাবে বোঝার
জন্য শেষ পর্যন্ত পড়ুন।
মোবাইল ফোনে আসা বিরক্তিকর বিভিন্ন অ্যাড বন্ধ করার বিভিন্ন উপায় আমাদের
দেশে আছে। যেমন বিভিন্ন সেটিংসে গিয়ে বিভিন্ন অপশন অন অফ করার
মাধ্যমে মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করা যায়। আবার থার্ড পার্টি অ্যাপস
ব্যবহার করেও মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করা যায়। এর মধ্য থেকে সবচেয়ে সহজ যে
উপায় সেটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ
করা।
এর জন্য প্রথমে আপনাকে ক্রম ব্রাউজারে গিয়ে এড ব্লক নামক অপশন
সার্চ দিয়ে ইন্সটল করে নিতে হবে। এরপর এই অ্যাপসটি যে তথ্যগুলো আপনার কাছ থেকে
চায় সেই তথ্যগুলো দিয়ে দিবেন। অর্থাৎ জিমেইল এবং পাসওয়ার্ড এ জাতীয় তথ্য আপনার
কাছে চাবে। এগুলো দেওয়ার পর এই অ্যাপটিকে ক্রম ব্রাউজারে এড করে নিন। এরপর আপনার
ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।
ফোনে যখন তখন এডভারটাইস চলে আসে এটা বন্ধ করার উপায়
ফোনে যখন তখন এডভারটাইস চলে আসে এটা বন্ধ করার উপায় সম্পর্কে জানতে হলে এই
পোস্টটি আপনাকে সম্পূর্ণই পড়তে হবে। কারণ এই পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত এই
বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই যদি আপনার ফোনে যখন তখন
এডভারটাইজমেন্ট চলে আসে এবং সেটা আপনার বন্ধ করতে চান তাহলে শেষ পর্যন্ত
পড়ুন।
মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার জন্য দুইটি সহজ উপায় আছে। এর
মধ্যে একটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে মোবাইল আসা বিজ্ঞাপন
বন্ধ করা যায়। আরেকটি হচ্ছে সেটিংস এর মধ্যে গিয়ে বিভিন্ন সেটিংস অন অফ করার
মাধ্যমে মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করা যায়। এছাড়া ফরম ব্রাউজারে গিয়ে
বিভিন্ন কুকিজ ও নোটিফিকেশন অফ করে দিয়েও মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করা যায়।
কিভাবে ফোনে আসা বিজ্ঞাপন বন্ধ করবেন এটা জানার জন্য প্রথমে আমি
আপনাকে পরামর্শ দিব আমাদের এই পোস্টের প্রথম দিকে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে।
প্রথম থেকে আপনি পড়লে আশা করি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তাই আর
এখানে দেরি না করে এই পোস্টের প্রথমে চলে যান এবং বিস্তারিত জেনে নিন।
ইউটিউবে এড বন্ধ করার উপায়
ইউটিউবে এড বন্ধ করার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। যারা ইউটিউবে এড
বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চান তারা এই লেখাটি সম্পূর্ণ পড়ুন। বর্তমানে
বিশ্বের এক নম্বর ভিডিও স্ট্রিমিং এপস হচ্ছে ইউটিউব। বর্তমানে যেকোনো ভিডিও দেখার
জন্য আমরা ইউটিউবকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেই। সময় ও সুযোগ পেলেই চেষ্টা করি
ইউটিউবে যে কোন একটি ভিডিও দেখার জন্য।
কিন্তু তখনই আমরা বিরক্ত বোধ
করি যখন ভিডিও দেখার সময় বিজ্ঞাপন চলে আসে। কোন কোন ভিডিওতে দুইয়ের অধিক
বিজ্ঞাপন চলে আসে। যা খুবই বিরক্তকর লাগে। তখন মনে হয়, যদি এমন হতো বিজ্ঞাপন
ছাড়া ভিডিও দেখা যায় তাহলে খুব ভালো হতো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে
বিজ্ঞাপন ছাড়া ইউটিউবের ভিডিও দেখা যায়।
ইউটিউবে এড বন্ধ করার তিনটি
উপায় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। এর মধ্যে যেকোনো একটি উপায় কে কাজে
লাগিয়ে আপনি বিজ্ঞাপন মুক্ত ভাবে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন।
প্রথম উপায়ঃ
আপনার ফোনের ইউটিউবে-এ এড বন্ধ করার জন্য প্রথমে একটি থার্ড পার্টি অ্যাপস ইন্সটল
করে নিতে হবে। থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে
হবে। এরপর আপনাকে সার্চ করতে হবে ফ্রি এড ব্লকার ব্রাউজার(Free Adblocker
Browser) নামক অ্যাপসটি। এরপর এই এপ্সটি কে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
শুধুমাত্র
ইউটিউবের এড বন্ধ করার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনটি চালাতে হবে। এই অ্যাপসটি
ওপেন করার পরে আপনাকে একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে বলবে। আপনি এখান
থেকে অবশ্যই গুগল কে বেছে নেবেন। এরপর আপনি ইউটিউব সার্চ করে, ইউটিউবের ভিতরে
প্রবেশ করে ভিডিও দেখবেন কোন প্রকার বিজ্ঞাপন আসবে না।
দ্বিতীয় উপায়ঃ
যদি আপনি মনে করেন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। তাহলে আপনার জন্য আরো
বেস্ট অপশন আছে। আর সেটি হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ভার্শন ব্যবহার করতে হবে আপনাকে
আপনার ইউটিউবে। ইউটিউব প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার জন্য ইউটিউবকে নির্দিষ্ট
পরিমাণ টাকা প্রদান করতে হবে। তাহলে আপনি একেবারে বিজ্ঞাপন মুক্ত ভাবে সমস্ত
ভিডিও দেখতে পাবেন।
তবে এখানে এক্সট্রা খরচ নিয়ে ঘাবড়ানোর মত কিছু
নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইউটিউব প্রিমিয়ার ভার্সন ব্যবহার করতে
খরচ হয় মাত্র ১২৯ টাকা। সেখানে আমাদের দেশে হয়তোবা আর কিছু টাকা বেশি লাগবে।
তবে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে আপনি বিজ্ঞাপন বন্ধ ছাড়াও আরো অনেক এডভান্স
ফিচার পাবেন, যার কারণে আপনি ইউটিউব ব্যবহার করে খুব মজা পাবেন।
তৃতীয় উপায়ঃ ইউটিউবে অ্যাড বন্ধ রেখে ভিডিও দেখার তৃতীয় উপায় হলো। প্রথমে আপনাকে ইউটিউবে
প্রবেশ করে যে ভিডিও দেখবেন সেই ভিডিওর লিংক কপি করে নিতে হবে। এরপর উক্ত লিংক
আপনাকে আবারো ইউটিউবে পেস্ট করতে হবে। পেস্ট করার সময় উক্ত লিংক এর ভিতরে যেকোনো
জায়গায় একটি ডট বসিয়ে দিতে হবে। আর এভাবে ডট বসানোর কারণে ওই ভিডিওতে আর
বিজ্ঞাপন আসবে না ।
তাহলে উপরের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন
ইউটিউবে এড বন্ধ করার উপায় সম্পর্কে। উপরে যে নিয়মগুলো বলা হলো এর মধ্যে যে কোন
একটি উপায় অবলম্বন করে আপনি, সহজেই ইউটিউবে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। অর্থাৎ
আপনি ইউটিউবে ভিডিও দেখবেন সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ভাবে। বিষয়টি নিশ্চয় আপনারা
ভালোভাবে বুঝতে পেরেছেন।
ইমুতে অ্যাড বন্ধ করার উপায়
ইমুতে অ্যাড বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি শেষ পর্যন্ত
পড়ুন। ভিডিও কলিং অ্যাপস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে imo।
আমাদের দেশে একসময় ভাইবার নামে একটি অ্যাপ ছিল যেটা খুব জনপ্রিয় ছিল। এটি বন্ধ
হয়ে যাওয়ার পরে ইমু সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে।
কারণ এই অ্যাপসটি
ইন্সটল করতে খুবই কম পরিমাণ জায়গা প্রয়োজন হয়। নতুন করে অ্যাকাউন্ট খোলার
প্রয়োজন হয় না। এক কথায় ঝামেলা মুক্ত একটি অ্যাপস হলো ইমো। সহজেই যে কোন
ব্যক্তি ইমুতে অ্যাকাউন্ট খুলে ভিডিও কলে কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে
এসে ইমোতে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আসতেছে। কোন কোন সময় এমন কিছু বিজ্ঞাপন আছে
যা খুবই বিরক্তিকর ও অস্বস্তি কর।
যদি এমন হতো ইমোতে আর বিজ্ঞাপন আসছে
না তাহলে কেমন হতো। চলুন তাহলে এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়া যাক ইমোতে এড বন্ধ
করার উপায় সম্পর্কে বিস্তারিত। ভালোভাবে বুঝার জন্য এই লেখাটির সম্পন্ন পড়ুন।
ইমুতে অ্যাড বন্ধ করার উপায়ঃ ইমোতে অ্যাড বন্ধ করার জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে। এর জন্য
নির্দিষ্ট পরিমাণ টাকা ইমোকে দিতে হবে। তবে সেটা খুব বেশি টাকা নয় বাংলাদেশি
টাকায় সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা। এই পরিমাণ টাকা প্রদান করার মাধ্যমে আপনি
একেবারে বিজ্ঞাপন মুক্ত ভাবে ইমু ব্যবহার করতে পারবেন।
তবে আপনি যদি
প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন আপনি আরো বিভিন্ন ধরনের অতিরিক্ত সুবিধা পাবেন।
যা একজন সাধারণ ব্যবহারকারীরা পাবেন না। বিশেষ করে যে সুবিধা গুলো পাবেন তা
হল-
ক্লাউডে ২৫ জিবি প্রচন্ড স্টোরেজ পাবেন।
সাধারণ ইমুতে সর্বশেষ সাত দিন কে কে ভিজিট করেছেন তার দেখা যায় কিন্তু
প্রিমিয়াম ভার্সনে এক মাস পর্যন্ত কে কে ভিজিট করেছেন তা দেখা যাবে।
আপনাকে একটি প্রিমিয়াম মেম্বার ব্যাচ প্রদান করা হবে।
আপনাকে প্রিমিয়াম কন্টাক্ট কার্ড দেওয়া হবে।
আপনার ইমোতে কোন প্রকার বিজ্ঞাপন কোনোভাবেই আসবেনা।
তাহলে উপরের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন imo তে এড বন্ধ করার উপায়
সম্পর্কে। যদি আপনারা এই নিয়মে ইমোতে এড বন্ধ করেন তাহলে আপনারা
নিরবিচ্ছিন্নভাবে ইমোতে কথা বলতে পারবেন। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটি
সবচেয়ে ভালো একটি সুবিধা। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার কারণে আপনি অনেক
সুবিধা এখান থেকে যেতে পারেন।
অ্যাড বন্ধ করব কিভাবে
অ্যাড বন্ধ করব কিভাবে জানতে চান তাহলে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন। আপনার
মোবাইল বা ডেস্কটপে আপনি কিভাবে এড বন্ধ করবেন। তা এই লেখার মধ্যে বিস্তারিত বলা
হবে। বিশেষ করে মোবাইলে কিভাবে এড বন্ধ করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক
মোবাইলে বা ডেস্কটপে কিভাবে বিরক্তি করে এড বন্ধ করা যায়।
মোবাইলে বা
ডেক্সটপে এড বন্ধ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যাড ব্লকার। এটি সম্পূর্ণ
ফ্রি একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার
মোবাইলে বা ডেস্কটপে সহজেই সকল ধরনের বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। তবে এটি
প্রিমিয়াম ভার্সন ও পাওয়া যায়। যদি ফ্রিতেই এড বন্ধ করা যায় এই অ্যাপস
ব্যবহার করে তাহলে কেন টাকা খরচ করবেন তাই না।
এছাড়া মোবাইল বা
ডেস্কটপে অ্যাড বন্ধ করার উপায় সম্পর্কে এই পোস্টের উপরের দিকে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। আপনারা স্ক্রল একটু উপরে গেলে এই বিষয়ে বিস্তারিত একটি লেখা পাবেন।
যেখান থেকে আপনি সহজে সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন বন্ধ করার উপায় সম্পর্কে জানতে
পারবেন। এই পোস্ট পড়ার মাধ্যমে আশা করি আপনার মোবাইল বা ডেস্কটপে সহজেই আপনি
বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন।
মোবাইলে বারবার এড আসে কেন
মোবাইলে বারবার এড আসে কেন এই প্রশ্নটি আমাদের মনে স্বাভাবিকভাবে চলে আসে। কারণ
মোবাইল চালাতে গেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিরক্তিকর বিজ্ঞাপন চলে আসে। যা ওই
সময় খুবই বিরক্তকর ও অস্বস্তি কর লাগে। কিন্তু আমরা অনেকেই জানিনা মোবাইলে
বারবার এড আসে কেন। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমরা
স্মার্ট ফোন ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপস ফ্রি
ব্যবহার করে থাকি। অর্থাৎ এসব অ্যাপস ব্যবহার করার জন্য আমরা কোন প্রকার টাকা
প্রদান করি না। যেমন ধরুন ফেসবুক,, ইউটিউব imo, whatsapp এ ধরনের প্রচুর পরিমাণে
অ্যাপস আমরা ফ্রিতে ব্যবহার করে থাকি। কিন্তু এসব অ্যাপ্লিকেশন যারা তৈরি করেছেন
তারা কেন আমাদের এই অ্যাপস গুলো ফ্রি ব্যবহার করতে দেবেন?
নিশ্চয়ই এই
কথাটি আপনি কখনো ভাবেননি তারা এই অ্যাপসগুলোর ব্যবহার করার বিনিময়ে আমাদের নিকট
থেকে টাকা নিতে পারত তাই না। অর্থাৎ এসব এপ্লিকেশন যারা তৈরি করেন তারা আমাদের মত
জনগণকে ফ্রি ব্যবহার করতে দেন কিন্তু এর মধ্যে বিভিন্ন এড যুক্ত করে দেন। এসব
অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় যখন বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে সেখান থেকে তারা
নির্দিষ্ট পরিমাণ টাকা পান।
যার ফলে আমরা ফ্রি এসব অ্যাপ্লিকেশন
ব্যবহার করি আর অ্যাপ্লিকেশনের মালিকেরা বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করে
থাকেন। এভাবে আমরা দুজনেই লাভবান হয়ে থাকি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন
মোবাইল ব্যবহার করার সময় কেন বিভিন্ন ধরনের এড চলে আসে। মোবাইলে এসব অ্যাড বা
বিজ্ঞাপন বন্ধ করার জন্য উপরে বিস্তারিত আলোচনা করা আছে চাইলে দেখে নিতে
পারেন।
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কিভাবে মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করা যায়?
প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে প্রবেশ করতে হবে।
এরপর কানেকশন এন্ড শেয়ারিং অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর প্রাইভেট ডিএনএস নামক অপশনটি খুঁজে বের করে ক্লিক করতে হবে।
এরপর প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করে dns.adgourd.com লিখতে হবে।
সেভ অপশনে গিয়ে সেভ করলেই কাজ শেষ।
অ্যান্ড্রয়েড ফোনে পপ আপ বন্ধ করার উপায়?
আপনার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন।
এরপর সেটিংস এর উপর ক্লিক করুন।
সাইট সেটিং নির্বাচন করুন।
নিচের দিকে Pop-ups and redirects মেনুতে ক্লিক করুন।
এরপর এটিতে ক্লিক করে ব্লক করে দিন।
Vivo ফোনে বিজ্ঞাপন বন্ধ করার উপায়?
Vivo ফোনে বিজ্ঞাপন বন্ধ করার জন্য সেটিংস অপশনে প্রবেশ করুন।
এরপর Connection & Shareing অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর Private dns নামক অপশনটি খুঁজে বের করে ক্লিক করতে হবে।
এরপর প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করে dns.adgourd.com লিখতে হবে।
সেভ অপশনে গিয়ে সেভ করলেই কাজ শেষ।
টেকনো ফোনে পপ আপ বন্ধ করার উপায়?
প্রথমে ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে।
এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে সাইট সেটিংস এ প্রবেশ করতে হবে।
এরপরে পপ আপ অপশনটি খুঁজে বের করতে হবে।
পপ-আপ অপশনে গিয়ে যদি অপশন অন করা থাকে তাহলে অফ করে দিতে হবে।
কেন আমি আমার ফোনে বিজ্ঞাপন পপ আপ?
আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে পপ আপ বিজ্ঞাপনের সাথে কোন সখ্যতা নেই। সমস্ত পপ আপ বিজ্ঞাপন আসে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে। ওইসব থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার সময় বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে। অ্যাপ সে বিজ্ঞাপন আসার মাধ্যমে এপ্লিকেশন তৈরির প্রতিষ্ঠান ইনকাম করে থাকেন।
শেষ কথাঃ মোবাইলে কিভাবে বিরক্তিকর এড বন্ধ করবেন
বর্তমান যুগে এসে যেমন স্মার্টফোন ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায় নেই। আর
তেমনি বিজ্ঞাপন ছাড়া স্মার্টফোন ব্যবহার করার উপায় নেই বললেই চলে। অর্থাৎ আপনি
যদি স্মার্ট ফোন ইউজ করেন তাহলে আপনাকে বিজ্ঞাপনের মুখোমুখি হতেই হবে। যখন তখন
আপনার ফোনে অনাকাঙ্কিত বিজ্ঞাপন চলে আসবে।
যদি বিজ্ঞাপন ছাড়া
স্মার্টফোন ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো হয়। আর এজন্য প্রয়োজন মোবাইলে
বিরক্তিকর এড বন্ধ করার উপায়। এই পোস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে
এবং খুব সহজেই আপনাদেরকে বুঝানোর চেষ্টা করা হয়েছে কিভাবে বিজ্ঞাপন ব্লক করা
যায়। উপরে উল্লেখিত উপায় গুলো কাজে লাগিয়ে সহজে আপনার মোবাইলে আসা বিজ্ঞাপন
বন্ধ করতে পারেন।
আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে মোবাইলে আসা
বিরক্তিকর এড বন্ধ করা সম্পর্কে বিস্তারিত জানতে বা বুঝতে পেরেছেন। এই ওয়েবসাইটে
বিভিন্ন তথ্য নির্ভর পোস্ট পাবলিশ করা হয়। তাই নিয়মিত সঠিক ও নির্ভেজাল তথ্য
পেতে আমাদের এই ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। এই পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url